বর্ষসেরা নবাগতের চূড়ান্ত তালিকায় মেসি

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামিতে যোগ দিয়ে নিয়মিত ছন্দ দেখাচ্ছেন লিওনেল মেসি। গোল করা এবং অ্যাসিস্টে মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাবটিকে ইতিহাসে প্রথম শিরোপা উপহার দেন আর্জেন্টাইন সুপারস্টার। গত জুলাইয়ে মায়ামিতে যোগ দিয়ে নৈপুণ্য ছড়ানো পারফরম্যান্সের সুবাদে এমএলএসের নবাগত বর্ষসেরার চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিও।

লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারকে ফেরানোর চেষ্টা চালায় বার্সেলোনা। সৌদি প্রো লীগের ক্লাব আল হিলাল তো টাকার বস্তা নিয়ে নেমেছিল। ত্রিমুখী প্রচেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে লিওনেল মেসি যোগ দেন ইন্টার মায়ামিতে। ডেভিড বেকহ্যামের ক্লাবটিতে যোগ দিয়ে পুরনো নৈপুণ্য ছড়াতে থাকেন আর্জেন্টাইন সুপারস্টার। মায়ামির হয়ে ১৪ ম্যাচ খেলে ১১ গোল করেন তিনি। এরমধ্যে লীগস কাপ শিরোপা জেতে দলটি। ইউএস ওপেন কাপে হয় রানার্সআপ।

বর্ষসেরার লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী আটলান্টা ইউনাইটেডের হয়ে এই বছর এমএলএসে অভিষেক করা গ্রিক ফরোয়ার্ড জিওরগস জিয়াকোমাকিস ও সেন্ট সুইস সিটির জার্মান মিডফিল্ডার এডুয়ার্ড লোয়েন।

২০২৩ সালে ২৭ ম্যাচ খেলে আটলান্টার হয়ে ১৭ গোল করেন জিয়াকোমাকিস। সেন্ট লুইস সিটির হয়ে ১৮ ম্যাচ খেলে ৫টি গোল করেন ২৬ বছর বয়সী লোয়েন।