ফাইনালের আগে ‘শান্ত’ আছেন মেসি

messi

স্পোর্টস ডেস্ক : সোমবার কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে লিওনেল মেসি জানালেন, চাপ নেই এখন বরং শান্ত আছেন তিনি।

messi

আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি শান্ত আছি। বরাবরের মতো (ফাইনালের) দিনটির অপেক্ষায় আছি। আমরা যা কিছু পার করেছি এবং যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি, এর কারণে আমি আগের চেয়ে অনেক শান্ত আছি।’

এখন মুহূর্তগুলো উপভোগ করছেন মেসি। কেবল ম্যাচের সময়ই নির্ধারণ করবেন মনোনিবেশ।

পন্টিংয়ের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছে দিল্লি

তিনি বলেন, ‘আমি বিষয়গুলো আরও বেশি উপভোগ করার চেষ্টা করছি এবং প্রতিটি মুহূর্তে আনন্দে বাঁচার চেষ্টা করছি, তাড়াহুড়া একদমই করছি না। কেবল নির্দিষ্ট মুহূর্তটি উপভোগ করছি এবং যখন খেলার সময় হবে তখন আমরা ম্যাচটি কেমন হতে চলেছে সেদিকে মনোনিবেশ করবো।’