মেসি জিতলেও বার্সেলোনার কাছে হারল মেসির ছেলে

Messi

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা শুরু হওয়ার আগে আজই শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছি আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০০-এর বাইরে থাকা গুয়েতেমালার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়লেও লিওনেল মেসি ও লওতারো মার্তিনেসের জোড়া গোলে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা।

Messi

এদিকে মেসিরা মাঠে নামার আগেই মাঠে নেমেছিল ইন্টার মায়ামির অনুর্ধ্ব-১২ দল। যে দলে খেলেন মেসি ও লুইস সুয়ারেসের ছেলে তিয়াগো মেসি ও বেঞ্জামিন সুয়ারেস। ফ্লোরিডায় লা লিগার ইয়ুথ টুর্নামেন্টের এ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল মায়ামি। মেসির আর্জেন্টিনা আজ বড় জয় পেলেও ছেলে তিয়াগো মেসির ভাগ্য পক্ষে ছিল না। মেসি-সুয়ারেসের সাবেক ক্লাবের কাছে ৫-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মায়ামির যুব দল।

২০ দলের এ টুর্নামেন্টে মায়ামির শুরুটা ভালোই হয়েছিল। নিজেদের প্রথম ম্যাচে গ্রুপসেরা রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল মায়ামি। পরের পর্বে যেতে বার্সেলোনার বিপক্ষে ২-০ গোলের কম ব্যবধানে হারলেও চলত তিয়াগো মেসিদের। কিন্তু মায়ামি হেরে বসেছে পাঁচ গোলের ব্যবধানে।

এদিকে মায়ামির ম্যাচের কিছুক্ষণ পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। আসন্ন কোপা আমেরিকা শুরুর আগে এটাই ছিল মেসিদের শেষ ম্যাচ। চোট কাটিয়ে ওঠার পর ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না মেসি। তবে আজ গুয়েতেমালার বিপক্ষে মাঠে ছিলেন ম্যাচের প্রথম মিনিট থেকেই।

আর্জেন্টিনা অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পণ করে মাঠে নেমেছিল। অন্যদিকে গুয়েতেমালার লক্ষ্য ছিল রক্ষণ সুদৃঢ় রেখে সুযোগ বুঝে প্রতি আক্রমণে ওঠা। ম্যাচের চার মিনিটেই এর সুফল পায় ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০৮ নম্বরে থাকা দলটি। গুয়েতেমালার ফ্রি-কিক আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস ফিরিয়ে দিলিও ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে গড়বড় পাকিয়ে ফেলেন লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেড বল পাঠিয়ে দেয় নিজেদের জালেই।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণের ঢেউ তোলে গুয়েতেমালার রক্ষণে। তবে গুয়েতেমালার জমার রক্ষণ কোনোভাবেই ভাঙতে পারছিলেন না মেসিরা। তবে ম্যাচের ১২ মিনিটে ম্যাচে ফেরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। গুয়েতেমালা গোলকিপারের ভুলে পাস দিয়ে বসেন মেসি। সেখান থেকে কোনো সুযোগ না দিয়ে আর্জেন্টিনাকে সমতায় ফেরান আট বারের বালন দ’র জয়ী তারকা।

সমতায় ফেরার পর একই গতিতে খেলতে থাকে আর্জেন্টিনা। ৩৯ মিনিটে পেনাল্টি পায় লিওনেল স্কালোনির দল। স্বাভাবিকভাবে পেনাল্টি নেওয়ার কথা মেসির। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক সুযোগ দেন লওতারো মার্তিনেসকে। স্পটকিক থেকে মার্তিনেসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও বল দখলে রেখে আক্রমণের ধারা চালিয়ে যায় আর্জেন্টিনা। তবে কাজের কাজ গোলটা পাওয়া হচ্ছিল না। অবশেষে ৬৬ মিনিটে মেসি-মার্তিনেস জুটিতে তৃতীয় গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। মেসির পাস থেকে সহজে গুয়েতেমালা গোলকিপারকে পরাস্ত করেন ইন্তের মিলান স্ট্রাইকার।

এগারো মিনিট পর আবারও মেসি জাদু। এবার দি মারিয়ার ডিফেন্সচেরা পাসে ট্রেডমার্ক চিপশটে স্কোরলাইন ৪-১ করেন মেসি। স্কোরলাইনটা আরেকটু বড় হতে পারত। কিন্তু মেসির একটি ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসে। আবার দি মারিয়ার একটি বাইসাইকেল কিক অল্পের জন্য জালে জড়ায়নি।

লাল শাড়িতে হিন্দি গানে উদ্দাম ড্যান্স যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

আগামী শুক্রবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করবে আর্জেন্টিনা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মিশনেই খেলবে। গুয়েতামালা ম্যাচের পর সেটি আরেকবার মনে করিয়ে দিয়েছেন মেসি, ‘আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। আমরা এখনও শিরোপা জিততে চাই। দিন দিন কাজটা কঠিন হবে, ম‍্যাচ কঠিনতর হবে। (কোপা আমেরিকা) আবার জেতা কঠিন হবে। তবে আবারও আমরা জেতার চেষ্টা করব।’