লিওনেল মেসিকে বাঘের মতো আগলে রাখেন এই ‘বডিগার্ড’

Messi

স্পোর্টস ডেস্ক : বিশ্বখ্যাত ফুটবল খেলোয়াড় লিওনেল মেসিকে একটু ছোঁয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন তার ভক্তরা। তারকাকে নিয়ে সমর্থকদের আবেগ ভাষায় বর্ণনা করা যায় না। আর তাই মেসির নিরাপত্তা নিশ্চিত করতে তাকে বাঘের মতো আগলে রাখেন মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকো, যিনি সম্প্রতি অনলাইনে বেশ পরিচিতি পেয়েছেন।

Messi

Reddit-এ, চুয়েকোর এক একটি ভিডিও ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং ১ লক্ষ ৭৫ হাজারেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। সেই ক্লিপে বিভিন্ন পরিস্থিতিতে মেসিকে উৎসাহী সমর্থকদের থেকে রক্ষা করার জন্য চুয়েকোর দ্রুত পদক্ষেপ তুলে ধরা হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, গ্যালারি থেকে দুই সমর্থক মাঠে ঢুকে গিয়েছিলেন মেসিকে একবার ছুঁয়ে দেখতে।

কিন্তু দুজনের সামনেই ‘চীনের প্রাচীর’ এর মতো দাঁড়িয়ে যান ইয়াসিন চুয়েকো। মাঠে ঢুকে দুজনকেই বগলদাবা করে বাইরে নিয়ে যান। শুধু কি তা–ই, মেসি টিম বাস থেকে নামবেন কিংবা বাসে উঠবেন, ড্রেসিংরুম থেকে বের হবেন অথবা ঢুকবেন, অনুশীলন শেষে গাড়িতে উঠবেন-এমন সময়ও তার সঙ্গে আঠার মতো লেগে থাকেন চুয়েকো। সোশ্যাল মিডিয়ায় অনেকেই চুয়েকোর পেশাদারিত্ব এবং প্রখ্যাত ক্রীড়াবিদকে রক্ষা করার কার্যকারিতার প্রশংসা করেছেন।

ঘর থেকে চিরতরে ছারপোকা তাড়ানোর সহজ উপায়

স্পোর্টস ইলাস্ট্রেটেড অনুসারে, চুয়েকো যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশনস ফোর্স নেভি সিলের সাবেক সদস্য। ইরাক ও আফগানিস্তানে লড়েছেন। মিক্সড মার্শাল আর্ট (এমএমএ), তায়কোয়ান্দো ও বক্সিংয়ে বিশেষভাবে দক্ষ। মেসির দেহরক্ষীর দায়িত্ব পাওয়ার পর ইনস্টাগ্রামে তার অনুসারীসংখ্যাও হু হু করে বাড়ছে। ইনস্টাগ্রামে বর্তমানে ৭৬৮,০০০ ফলোয়ার রয়েছে চুয়েকোর, যেখানে তিনি প্রাথমিকভাবে তার বক্সিং এবং মার্শাল আর্ট প্রশিক্ষণের পদ্ধতির বিবরণ দিয়ে ভিডিও শেয়ার করেন। চুয়েকো অসংখ্য এমএমএ ম্যাচে অংশগ্রহণ করেছেন ।

সূত্র : এনডিটিভি