স্পোর্টস ডেস্ক : ফুটবলের মহাতারকা মেসি চেখে দেখছেন নিজের নামে নামকরণ করা খাবার। সম্প্রতি দেখা গেল এমন চিত্র। প্রায় তিন মাস হতে চলল মেসির নামে বার্গার বাজারজাত করেছে বিশ্বখ্যাত চেইন রেস্টুরেন্ট হার্ড রক ক্যাফে। অবশেষে নিজের নামের সেই বার্গার চেখে দেখলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই বার্গার খাওয়ার ছবি দিয়ে মেসি লিখেছেন: ‘ইবিজার হার্ড রকে মেসি বার্গারের স্বাদ নিচ্ছি।’ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বিরতিতে পরিবার ও বন্ধুদের নিয়ে স্পেনের ইবিজার সৈকতে অবকাশযাপন করছেন মেসি।
যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্টুরেন্ট হার্ড রক ক্যাফে সম্প্রতি এই মহাতারকার সম্মানে তার নামে বিশেষ এক বার্গার বাজারে এনেছে। চেইন রেস্টুরেন্টটি তাদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত বছর মেসিকে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ করেছিল। নতুন করে ফের এই সুপারস্টারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করার কথা রয়েছে তাদের।
সেই চুক্তির অংশ হিসেবে মেসির নামে এই বার্গার মেন্যু কার্ডে যুক্ত করছে হার্ড রক ক্যাফে। বাজারজাতকরণ উপলক্ষে মেসিকে নিয়ে একটা সংক্ষিপ্ত বিজ্ঞাপনও ছেড়েছে তারা। যুক্তরাজ্যের গ্রাহকদের এই বার্গারের স্বাদ নিতে খরচ করতে হবে মাত্র ১০ পাউন্ড। বাংলাদেশের টাকায় যার মূল্যমান ১১৫০ টাকা!
মেসি বার্গার নামের এই বার্গারের বিশেষত্ব সম্পর্কে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটিতে থাকবে ব্রইশ বানের মাঝে দুটি বড় সাইজের বিফ প্যাটি। পাশাপাশি বেশ কিছু টপিংস, হার্ড রক ক্যাফের স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন এবং স্লাইসড চোরিজোও থাকবে। তবে বাড়তি কিছু অর্থ খরচ করলে এই বার্গারের সঙ্গে পাওয়া যাবে একটা আস্ত ডিম ভাজি, যা আনবে স্বাদে ভিন্নতা।
ব্রাহমা জাতের মুরগি পালনে সফল কাশেম, প্রতিহালি ডিমের দাম ২৪০০ টাকা
১৯৭১ সালে লন্ডনে যাত্রা শুরু করে হার্ড রক ক্যাফে নামের এই চেইন রেস্টুরেন্ট। সব মিলিয়ে ১৮০টি রেস্টুরেন্ট, ২৪টি হোটেল ও ১১টি ক্যাসিনো নিয়ে বিশ্বের অন্যতম চেইনে পরিণত হওয়া রেস্টুরেন্টটির সদর দফতর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।