মেসি নাকি ম্যারাডোনা, যাকে সেরা বললেন সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক : সদ্যই কাতার বিশ্বকাপ শেষ হয়েছে। জমজমাটি ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্বপ্নপূরণ হয়েছে আর্জেন্টিনার। দীর্ঘ ৩৬ বছর পর আবার তারা বিশ্বকাপ পেয়েছে। সেইসাথে সেরার সেরাদের তালিকায় নাম তুলেছেন লিওনেল মেসি।

সৌরভ গাঙ্গুলি

শেষবার দিয়েগো মারাদোনা বিশ্বকাপ জেতান আর্জেন্টিনাকে। এরপর আবার মেসির সৌজন্যে বিশ্বকাপ ছোঁয়ার সৌভাগ্য হয় আর্জেন্টাইনদের। বিশ্বকাপ জেতার পর থেকেই তুলনা শুরু হয় মেসি এবং মারাদোনার। স্বয়ং সৌরভ গাঙ্গুলি এই নিয়ে মুখ খোলেন, জানান তার মতে কে সেরা।

সৌরভ গাঙ্গুলি যে ফুটবলের ডাই-হার্ড ভক্ত এটা সর্বজনবিদিত। ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য সৌরভ গাঙ্গুলি পৌঁছেছিলেন কাতার। চোখের সামনে মেসি-এমবাপেদের খেলা দেখতে পৌঁছে গেছিলেন স্টেডিয়ামে। খেলার শেষে কাকে এগিয়ে রাখলেন সৌরভ গাঙ্গুলি?

সদ্যই কলকাতায় ফিরেছেন সৌরভ গাঙ্গুলি। সেখানে মহারাজ জানালেন মেসি বিশ্বকাপ জিতলেও এখনো মারাদোনাই এগিয়ে রয়েছেন। শহরে ফিরে এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি জানান যে, ‘‘শুধু মেসিই তো নয়, এমবাপে, ডি মারিয়া ও মার্টিনেজ। সবাই ভালো। অসাধারণ ফাইনাল দেখেছি। এত ভালো ফুটবল, ভাবা যায় না। কাতার দারুণ কাজ করেছে।’’

তীব্র শীতে পানি ছাড়াই গোসল করলেন যুবক, ভাইরাল ভিডিও

সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞাসা করা হয় যে, মেসি না মারাদোনা? উত্তর আসে, ‘মারাদোনার কাছাকাছি মেসি। তবে মারাদোনা, মারাদোনাই।’ প্রসঙ্গত এদিন ছায়া প্রকাশনীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে বিভিন্ন কৃতি ছাত্রদের গাড়ি, ল্যাপটপ ও নগদ অর্থসহ স্কলারশিপ তুলে দেওয়া হয়।