স্পোর্টস ডেস্ক : জোড়া গোলে আর্জেন্টিনাকে জয় এনে দিলেন লিওনেল মেসি। নিজেও স্পর্শ করলেন রেকর্ডের আরেকটি চূড়া। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির একার।
২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে পেরুকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। চোট শঙ্কা উড়িয়ে দুই গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন মেসি।
বাছাইয়ে এ নিয়ে মেসির গোল হলো ৩১টি। পেরু ম্যাচের আগ পর্যন্ত রেকর্ডের এই পাতায় ২৯ গোল নিয়ে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।
আর্জেন্টিনার জার্সিতে মেসির বর্তমান গোল সংখ্যা ১০৬টি। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোল করা ইরানের আলি দাইয়ির (১০৮) সঙ্গে ব্যবধান আরও কমিয়েছেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১২৭ গোল করে এখনও অনেকটা দূরে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী ক্রিস্তিয়ানো রোনালদো।
টানা চার জয়ে চলতি বাছাইয়ের টেবিলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দলটি এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ৫১ ম্যাচের মধ্যে ৫০টিতে অপরাজিত থাকল।
২০১৯ সালে কোপা আমেরিকায় বেলো হরিজন্তের ম্যাচে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারের পর অজেয় যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার। মাঝে কেবল একটি ম্যাচই হারে তারা; কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে, সৌদি আরবের কাছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।