স্পোর্টস ডেস্ক : বাকি সতীর্থদের যখন হাপিত্যেশ, তখন লিওনেল মেসিকে দেখা যায় হেঁটে বেড়াতে। এমন কিছু দেখা যায় নিয়মিতই। মাঠের ভেতরে মেসির এমন হাঁটা অবশ্য উদ্দেশ্যহীনভাবে নয়। কেন তিনি এভাবে হেঁটে বেড়ান, সেটি এবার নিজেই জানিয়েছেন মেসি।
কোপা আমেরিকা খেলতে এখন আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন তিনি। এমন সময়ে আলবিসেলেস্তে অধিনায়কের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ক্লাঙ্ক মিডিয়া। এখানে মেসি জানিয়েছেন, দৌড়ানোর পরিসংখ্যান নিয়ে কখনোই ভাবেন না তিনি।
মেসি বলেন, ‘যখন আমি হাঁটি, প্রতিপক্ষের অবস্থান বিশ্লেষণ করি। কীভাবে আমরা দাঁড়িয়ে আছি দেখি, যখন আমাদের পায়ে বল থাকে না, মার্কার থেকে দূরে থাকি আর কাউন্টার করতে পারি। আমি জিপিএস, পরিসংখ্যান ও ডাটা নিয়ে খুব বেশি মনোযোগ দেই না। আমি একটা ম্যাচে কতটুকু দৌড়ালাম, এটা নিয়ে কখনো ভাবি না।’
লিওনেল মেসি এখন সবকিছু জিতেছেন। ২০২২ সালে অনেকদিনের আরাধ্য বিশ্বকাপটাও পেয়ে গেছেন। ইউরোপ ছেড়ে এখন ক্লাব ফুটবলে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। সবকিছু জিতে যাওয়ার পর এখন সবকিছু উপভোগ করছেন বলে জানিয়েছেন মেসি।
তিনি বলেন, ‘কখন আমি বুঝতে পারলাম আমার মধ্যে বিশেষ কিছু আছে? জানি না। তারা বলতো একদম ছোট বেলায়ই, আমার মধ্যে নাকি ভিন্ন কিছু আছে। মানুষজন আমাকে দেখতে আসবে। তারাই বলতো। এমনকি অনেক কিছু করলেও, আমি এখন যে খেলোয়াড়, তেমন হতে কিছু করিনি।’
‘এখন সব লক্ষ্য অর্জন করার পর, আমি এখন সবকিছু তিন বছরের বাচ্চার মতো উপভোগ করি, যখন আমি খেলা শুরু করেছিলাম তখনকার মতো। কারণ জানি, খুব কম সময় আছে বাকি। আমি মাঠের ফুটবলে সবকিছু উপভোগ করার চেষ্টা করি আর প্রতিদিনকেও’-যোগ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।