‘কিছু না হলে’ মেসি খেলবেন, জানিয়ে দিলেন স্কালোনি

messi

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার শুরুর আগে দুই প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় আর্জেন্টিনা খেলবে ইকুয়েডরের বিপক্ষে।

messi

এই ম্যাচে লিওনেল মেসি শুরুর একাদশে নাও থাকতে পারেন। থাকতে পারেন বেঞ্চে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনিকে জিজ্ঞেস করা হয় মেসি শুরু থেকে খেলবেন কিনা। স্কালোনি বলেন, ‘আমি দল এখনও (একাদশ) নিশ্চিত করিনি। কারণ আমাকে বেশ কিছু পরিবর্তন করতে হবে। জানি লিও খেলবে, জানি না কত মিনিট খেলবেন ৩০ না ৬০ মিনিট। মানুষ দেখতে পাবে ম্যাচের দিন।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি তাদের খবরে বলেছে, মেসি বেঞ্চে থাকবেন। মেসি ইন্টার মায়ামির হয়ে সেন্ট লুইসের বিপক্ষে ম্যাচ খেলার পর আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দেন। অনুশীলনে মেসিকে ফুরফুরে মেজাজেই দেখা গেছে। তবে কোপা আমেরিকার আগে মেসিকে দুই প্রীতি ম্যাচে পুরো সময় নাও খেলানো হতে পারে।

কোপা শুরুর আগে আর্জেন্টিনার স্কোয়াড ২৬ জনে নামিয়ে আনতে হবে স্কালোনিকে। এ নিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা জানি এই সপ্তাহে জার্মান (পাজ্জেলা) অনুশীলন করতে পরবেন না। তবে আমাদের দেখতে হবে তিনি কেমন অনুভব করছেন। গুইদো (রদ্রিগেজ) কাল থেকে শুরু করতে পারেন এসব বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।’

কোপা আমেরিকা টুর্নামেন্ট ও ইকুয়েডর ম্যাচ নিয়ে স্কালোনি বলেন, ‘কোপা আমেরিকা সব সময়ই কঠিন, কারণ দক্ষিণ আমেরিকার দেশগুলো আপনাকে কোন সুযোগ দেবে না। ইকুয়েডর প্রতিপক্ষ হিসেবে ভালো।’

মহাতারকা না হলেও মানুষ হিসেবে আমি সফল

৯ নম্বর পজিশনে কে খেলবেন লাউতারো মার্তিনেজ নাকি জুলিয়ান আলভারেজ। এমন প্রশ্নের উত্তরে স্কালোনি বলেন, ‘আরও পজিশন আছে যেখানে খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বোন্দ্বিতা আছে। যেমন- মন্তিয়েল-মোলিনা, এনজো-লো সেলসো, ডি পল-পালাসিওস, পারেদেস-ম্যাক অ্যালিস্টার। কিন্তু ফোকাসটা ৯ নম্বরের উপরই থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা দুজনই (লাউতারো ও আলভারেজ) সুস্থ আছেন। তাদের খেলায় ভিন্নতা আছে, যেটি নিয়ে আমরা খুশি।’