হয়েছে, বাড়িতে আসো: মেসিকে তার স্ত্রী

মেসি

স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবল শেষ হতে না হতেই আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। যার ফলে পরিবারকে কাঙ্খিত সময় দিতে পারছিলেন না এই ফুটবল তারকা। এই আর্জেন্টাইনকে কাছে না পাওয়ায় তাকে মিস করছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোও তিন সন্তান।

আর তাই তো এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হতে না হতেই মেসিকে দ্রুতই ঘরে ফেরার জন্য আহবান জানিয়েছেন আন্তোনেল্লা। এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সতীর্থ ও ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ধন্যবাদ জানিয়ে এক বার্তা দিয়েছেন মেসি। আর সেখানেই কমেন্টস করে মেসিকে বাড়িতে ফেরার কথা জানিয়েছেন এই তারকার স্ত্রী।
মেসি
সর্বশেষ ২১ মে ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে মাঠে নেমেছিলেন মেসি। এরপরই আন্তর্জাতিক সূচির জন্য দলের সঙ্গে যোগ দেন মেসি। ২ জুন ইতালির বিপক্ষে খেলেন ফাইনালিসিমার ফাইনাল। যেখানে গোল না করলেও ২টি অ্যাসিস্ট করে দলের জয় নিশ্চিতের পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও বাগিয়ে নেন মেসি।

এরপরই এস্তোনিয়ার বিপক্ষে অতিমানবীয় পারফরম্যান্সে করেন ৫ গোল। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচে ৫ গোল করেছেন মেসি। প্রথম ফুটবলার হিসেবে ছুঁয়েছেন অ্যাসিস্ট ও গোল মিলিয়ে ‘১১০০’ এর মাইলফলক।

নিজের অসাধারণ পারফরম্যান্স শেষে উচ্ছ্বসিত মেসি সবার উদ্দেশ্যে ইনস্টাগ্রামে এক বার্তায় লিখেন, ‘আমরা এর চেয়ে ভালোভাবে মৌসুমটা শেষ করতে পারতাম না। আমরা ফাইনালিসিমা জিতেছি এবং আজ আমরা বিশ্বকাপের প্রস্তুতির আরও কিছু মিনিট যোগ করেছি। যারা মাঠে এসেছেন এবং যারা দূর থেকে আমাদের অনুসরণ করেছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমরা কয়েক দিনের জন্য বিশ্রাম করতে যাচ্ছি এবং আমরা খুব শীঘ্রই ফিরে আসব! সবাইকে আলিঙ্গন!’

মেসির এই পোস্টেই এই তারকার স্ত্রী কমেন্টস করেন, ‘হয়েছে, এখন বাড়িতে আসো। আমরা তোমাকে মিস করছি।’

পেলেকে টপকে নতুন যে রেকর্ড গড়লেন মেসি