স্পোর্টস ডেস্ক : বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওলেন মেসি। বিশ্ব জুড়ে রয়েছে তার কোটি কোটি ভক্ত। এই আর্জেন্টাইন তারকা ক্যারিয়ারের বড় একটা সময় খেলেছেন ইউরোপের সব নামি-দামি ক্লাবে। ইউরোপে খেলার সুবাদে ছিলেন স্পেনের বার্সেলোনায় এবং ফ্রান্সের প্যারিসে।
ইউরোপে থাকা অবস্থায় বিশ্বের অনেক নামিদামি খেলোয়াড়ের রোনালদো-করিম বেনজেমা-ক্রুইফ-সার্জিও রামোসের মতো বড় বড় তারকা ফুটবলারদের বাড়িতে চুরি হলেও কখনো চুরি হয়নি এই বিশ্বকাপ জয়ী অধিনায়কের বাড়িতে। আর তার কারণ চোরদের সর্দার মেসির অনেক বড় ভক্ত!
ইউরোপের বড় বড় তারকা ফুটবলারদের বাসায় একটি চক্রই চুরি করেছে। তবে সেই চক্রের নেতার পছন্দের খেলোয়ার মেসি। কয়েক মাস আগে স্প্যানিশ সাংবাদিক কার্লোস কিলেজকে দেওয়া এক সাক্ষাত্কারে এমনটি জানিয়েছিলেন ইউরোপের চোরদের মাফিয়া আলবার্তো। এসময় তিনি শিকার করেন ক্রিশ্চিয়ানো রোলানদো, করিম বেনজেমা, সার্জিও রামোসের বাড়িতে চুরি করেছে তার চক্র। তবে সেই সঙ্গে তিনি জানান, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির বাড়িতে কখনো চুরি করেননি তিনি। শুধু তাই না, বরং অন্য কোনো গ্যাং মেসির বাড়িতে চুরি করার পরিকল্পনা করলেও তাকে বাধা দিতেন এই মাফিয়া।
লিওনেল মেসির বাড়িতে চুরি না করার কারণ হিসেবে তিনি জানান, ‘আমি মেসির অনেক বড় একজন ভক্ত। আমি তাকে ভালোবাসি, তাই আমি কখনো তার বাড়িতে চুরি করিনি।’ এছাড়া তিনি স্বীকার করেছেন যে, তারা চাইলেই মেসির বাবা-মায়ের বাড়িতে চুরি করতে পারেন। এ প্রসঙ্গে বলেন, ‘খুব বেশি দিন আগের কথা নয়, মনে হয় বছর খানেক আগের কথা, অন্যরা প্রস্তাব দিয়েছিল মেসির বাবা-মা ও পরিবার যে বাড়িতে থাকেন সেখানে চুরির প্রসঙ্গে। মেসি তখন প্যারিসে ছিলেন। সেসময় আমি এটা দেখতে গিয়েছিলাম কারণ আমি তাকে খুব ভালভাবে চিনি, এবং আমার সেই শহরটি খুব পরিচিত, তবে আমি মেসির প্রতি শ্রদ্ধার কারণে এটি করতে চাইনি। কারণ আমি তাকে অনেক সম্মান করি।’
সেই সঙ্গে অন্য কোনো দল মেসির বাড়িতে চুরি করার পরিকল্পনা করলে তিনি তাদের চুরি করতে বাধা দিতেন। এই বিষয়ে এই ইউরোপ কাঁপানো চোর বলেন, ‘যারা মেসির বাড়িতে চুরি করতে চেয়েছিল আমি বেশ কয়েক বার তাদের সবাইকে চুরি করতে নিষেধ করি। আমি মেসির বাড়িতে অন্যদের চুরি করা থামাতে পেরে খুবই গর্বিত।’ এসময় ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমার বাড়িতে চুরি করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা যখন বেনজেমার বাড়িতে চুরি করতে গিয়েছি, তখন সে আমাদের ধরতে পারেনি।’ এছাড়া পাঁচ বারের ব্যালনডিওর জয়ী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বাড়িতে চুরি করার বিষয়ে আলবেনিয়া বলেন, ‘আমরা মাঝ রাতে রোনালদোর বাড়িতে চুরি করতে গিয়েছিলাম, তবে তার বাড়িতে মূল্যবান তেমন কিছু পাইনি, শুধু মাত্র কয়েকটি ঘড়ি ছাড়া।’
এর আগে ২০১২ সালে ডাচ্ তারকা খেলোয়াড় জোহান ক্রুইফের বাড়িতে চুরি করেছিল তার গ্যাং। এ বিষয়ে আলবার্তো বলেন, ‘ক্রুইফের বাড়ি থেকে আমরা প্রায় ২০ হাজার ইউরো এবং প্রায় ২২ হাজার ডলারের মতো মূল্যবান জিনিসপত্র চুরি করি।’ আলবেনিয়ানের গ্যাংয়ে ১০০ জনের বেশি চোর সদস্য আছে। তার তথ্য মতে, সবাই সেখানে চুরি করে এবং অন্যদলগুলো ইউরোপে বড় কোনো চুরি করার আগে তার কাছ থেকে অনুমতি নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।