মাশরাফির দুই সন্তানের তুলিতে জীবন্ত হয়ে উঠল মেসির জার্সি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যে আর্জেন্টিনার পাঁড় সমর্থক, সেটা সবার জানা। ম্যাশের দুই সন্তান হুমায়রা এবং সাহেল উভয়ই বাবার মতো আর্জেন্টিনার সমর্থক। চলতি কোপা আমেরিকা উপলক্ষে তারাও ফুটবলজ্বরে আক্রান্ত। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের আগে হুমায়রা আর সাহেলের তুলিতে জীবন্ত হয়ে উঠল লিওনেল মেসির জার্সি।

Mashrafee

নিজের ফেসবুক আইডিতে দুই সন্তানের আঁকা ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন, “বছরের পর বছর আমি মনে ধারণ করেছি এই দলটাকে, অবশেষে নিজ চোখে বিশ্বকাপ নিতে দেখেছি। এখন সত্যি দলটা জিতলে ভালো লাগে, তবে ট্রফি না পাওয়ার বা দেখার সেই তাড়না অনুভব হয়না। কেন যেন মনে হয় যা দেখতে চেয়েছি তা তো দেখেই ফেলেছি।”

মাশরাফির দুই সন্তানের আঁকা লিওনেল মেসির জার্সি। সাহেল অবশ্য নিজের নামটাই লিখে রেখেছে।

“এখন আমার সন্তানরা এই দলটাকে মনে প্রানে ভালোবাসে, এমনকি আজ দুজন দুইটা ছবি একেও জলরং করেছে। আমি ভাবছি ওদের মাথায়ও একই ভূত চেপে বসেছে। এটাকেই সম্ভবত লিগ্যাসি বলে। যদিও ওদের এই দলের ট্রফি জিততে দেখার চাপটা আমাদের জেনারেশনের মতো নাই। তবুও আবেদন থেকেই যাবে যতোদিন না পর্যন্ত প্রিয় বাংলাদেশ বিশ্বকাপ না খেলছে।”