বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মেটার ভয়েস ও ভিডিও কলিংয়ের জনপ্রিয় প্ল্যাটফরম মেসেঞ্জার অ্যাপ। প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের মেসেঞ্জারের ডিজাইনের পরিবর্তন এনেছে। এখন সহজেই কল বাটন খুঁজে পেতে যুক্ত করা হয়েছে আলাদা ‘কলস’ ট্যাব। মেসেঞ্জার অ্যাপের নিচের দিকে এ ট্যাব যুক্ত করা হয়েছে।
চ্যাটস, স্টোরিজ, পিপলস এবং ইউজার কনট্যাক্ট লিস্ট বাটনের পাশাপাশি কলস ট্যাবের মাধ্যমে ভয়েস ও ভিডিও কলের হিস্টোরি দেখা যাবে। করা যাবে ভয়েস বা ভিডিও কল। আর নতুন এ পরিবর্তনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং ও কলিং অ্যাপের ডিজাইনে মেসেঞ্জারকে সাজানোর চেষ্টা করা হচ্ছে।
মেটার তথ্যমতে, ২০২০ সালের প্রথমদিকে মেসেঞ্জারে প্রতিদিন যে পরিমাণ অডিও এবং ভিডিও কলিং হতো তা বর্তমানে ৪০ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথমদিকে এনক্রিপটেড মেসেজিং সুবিধা চালু করা হয়েছে। বিনামূল্যের মেসেজিং অ্যাপ হিসাবে মেসেঞ্জারের বেশকিছু প্রতিদ্বন্দ্বী রয়েছে।
গুগল ভয়েস, ভাইবার, সিগন্যাল ও নিজেদের কেনা হোয়াটসঅ্যাপ রয়েছে এ তালিকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।