বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মেটা ঘোষণা করল বড় ধরনের পরিবর্তন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ গত সোমবার এক অভ্যন্তরীণ নথিতে জানান, এআই খাতকে নতুনভাবে সাজাতে ‘মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাব’ (এমএসএল) নামে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে।
নতুন এই দলে ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগল থেকে মোট ১১ জন গবেষক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন ডিপমাইন্ডের সাবেক গবেষক জ্যাক রে এবং পেই সান, ওপেনএআই-এর জিয়াহুই ইউ, শুচাও বিউ, শেংজিয়া ঝাও এবং হংইউ রেন। এছাড়া দলে আছেন অ্যানথ্রপিকের জোয়েল পবার, যিনি পূর্বে মেটায় এক দশকেরও বেশি সময় কাজ করেছেন।
এই ইউনিটের নেতৃত্ব দেবেন স্কেল এআই-এর সাবেক প্রধান নির্বাহী আলেকজান্ডার ওয়াং। তিনি এমএসএলের প্রধান এআই অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া গিটহাবের সাবেক সিইও ন্যাট ফ্রিডম্যান ওয়াং-এর সঙ্গে অংশীদার হয়ে দলটির নেতৃত্ব দেবেন এবং মেটার এআই-ভিত্তিক পণ্য ও ফলিত গবেষণার তত্ত্বাবধান করবেন।
জাকারবার্গ তাঁর অভ্যন্তরীণ বার্তায় লিখেছেন, ‘এআই-এর অগ্রগতির গতি যত দ্রুত বাড়ছে, ততই সুপারইন্টেলিজেন্স তৈরির সম্ভাবনা আমাদের দৃষ্টিসীমায় চলে আসছে। আমি বিশ্বাস করি, এটি মানবজাতির জন্য এক নতুন যুগের সূচনা করবে এবং মেটাকে এই পথে অগ্রদূত করতে আমি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’
মেটা ইতিমধ্যে এআই গবেষণা ও প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ করছে। আগামী কয়েক বছরে প্রতিষ্ঠানটি ‘শত শত বিলিয়ন ডলার’ ব্যয় করবে বলে জানানো হয়েছে। তবে জাকারবার্গ স্বীকার করেছেন, অনেক প্রতিষ্ঠান এই খাতে ‘অতিরিক্ত বিনিয়োগ’ করছে।
তিনি বলেন, ‘এই খাতে একটি অর্থপূর্ণ সম্ভাবনা রয়েছে। তাই অনেক প্রতিষ্ঠান হয়তো এখন বেশি বিনিয়োগ করছে। কিন্তু আমি মনে করি, যারা বিনিয়োগ করছে, তারা যুক্তিসংগত সিদ্ধান্ত নিচ্ছে। কারণ পিছিয়ে পড়ার খারাপ দিক হলো—আপনি আগামী ১০ থেকে ১৫ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তির দৌড়ে পিছিয়ে যাবেন।’
নতুন এমএসএল ইউনিটের আওতায় আসবে মেটার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকেন্দ্রিক দল, এআই পণ্য উন্নয়ন দল এবং মেটার মৌলিক গবেষণা দল (এফএআইআর)। এছাড়া ‘পরবর্তী প্রজন্মের এআই মডেল’ তৈরিতে একটি নতুন গবেষণাগারও গঠন করা হচ্ছে।
চলতি বছর জাকারবার্গ এআই প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী ওপেনএআই ও গুগলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে তিনি আধুনিক এআই অ্যাসিস্ট্যান্ট ও মডেল তৈরির লক্ষ্য নিয়েছেন। এজন্য মেটা ডেটা সেন্টার, চিপ এবং প্রতিভা নিয়োগে মোটা অঙ্কের অর্থ ব্যয় করছে।
এই মাসের শুরুতে মেটা স্কেল এআই-এ ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং ওয়াং-কে নিয়োগ দিয়েছে। এছাড়া পারপ্লেক্সিটি এআই এবং রানওয়ে এআই-এর সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করছে। সেই সঙ্গে ছোট স্টার্টআপ ‘প্লে এআই’, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কণ্ঠ নকল করতে পারে, তাদের অধিগ্রহণের প্রস্তুতি নিচ্ছে মেটা।
জাকারবার্গ নিজে মেটার এআই দলে প্রতিভা যোগ করতে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন। তিনি ক্যালিফোর্নিয়ার পালো আল্টো এবং লেক তাহোতে নিজের বাড়িতে সম্ভাব্য নিয়োগপ্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছেন। এদের অনেককে কোটি কোটি ডলারের শেয়ার প্যাকেজ অফার করা হয়েছে, যা মেটার এআই খাতে প্রতিশ্রুতি ও প্রতিযোগিতার গভীরতা প্রকাশ করে।
গত সোমবার মেটার শেয়ারদর ৪৭.৯০ ডলারে পৌঁছায়, যা প্রতিষ্ঠানটির সর্বকালীন সর্বোচ্চ দর।
তথ্যসূত্র: ব্লুমবার্গ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।