বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফেসবুকের মূল সংস্থা মেটাও এবার নিয়ে এল চ্য়াট বট।ভারতের ফেসবুক ব্যবহারকারীদের জন্য শুরু হল মেটা-র (Meta AI) কৃত্রিম বুদ্ধিমত্তা পরিষেবা। বেশ কয়েক মাস ধরেই ভারতে এর পরীক্ষানিরীক্ষা চালাচ্ছিল মেটা কর্তৃপক্ষ। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হল তার পরিষেবা।
লাখ লাখ ইউজারের জন্য নয়া পরিষেবা
বিশ্বের অন্য়ান্য দেশের তুলনায় মেটার (Meta AI Chatbot) অন্যতম বড় বাজার হল ভারত। বর্তমানে ১২১ কোটির দেশের মেটার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা কয়েক কোটির বেশি। তাই তাদের জন্য চ্য়াটবটের সুবিধা আনার পরিকল্পনা বেশ কিছু দিন ধরেই করছিল মেটা কর্তৃপক্ষ। চ্যাটজিপিটি চলে আসার পর সেই কাজে আরও গতি আসে। অবশেষে পরীক্ষানিরীক্ষা শেষে লঞ্চ করা হল মেটা এআই।
গুগলের সঙ্গে পাল্লা দেবে মেটা ?
ইতিমধ্যেই অবশ্য মেটা কয়েক গোল খেয়ে বসে আছে। কারণ একদিকে চ্যাটজিপিটি বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে ভারতে। অন্যদিকে গুগলও তাদের চ্যাটবট জেমিনি লঞ্চ করেছে ভারতে। সম্প্রতি এআই চ্যাটবট জেমিনির মোবাইল অ্যাপ চালু হয়েছে। ইংরেজি ভাষায় সেই অ্যাপ ব্যবহার করা যায়। ফলে মেটার পক্ষে বাজার দখল করা কিছুটা চাপের হতে পারে বলে মত বিশেষজ্ঞমহলের।
কোন কোন ভাষায় মিলবে পরিষেবা ?
আপাতত মেটা এআই ব্যবহার করা যাবে ইংরেজি ভাষায়। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জারে এইচ্যাটবটটি ব্যবহার করা যাবে। এর সাহায্যে মেসেজের রিপ্লাই দেওয়া সহ নানা কাজও করা সহজ হয়ে যাবে। সার্চবারে মেটা এআই সার্চ করলে সঙ্গে সঙ্গে চ্যাট পেজে খুলে যাবে। সেখানে চ্যাট করার অপশন চলে আসবে। ‘চ্যাটজিপিটি’র মতোই কাজ করবে মেটা এআই।
প্রশ্নের উত্তরও পাওয়া যাবে মেটা এআই-এ
মেসেজের রিপ্লাই দেওয়া ছাড়াও, বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবে মেটা এআই। যা মূলত করে থাকে চ্যাটজিপিটি। মূলত আগে থেকে বাজারে থাকা চ্যাটবটগুলির সঙ্গে টক্কর দিতেই এই ফিচারটি এনেছে মেটা।
বিনামূল্যে পরিষেবা
মেটা এআই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং মেসেঞ্জারে ব্যবহার করা যাবে। আপাতত এর ফিচারগুলি সকলেই বিনামূল্যে পাবেন। মেটার কোনও অ্যাপেই টাকা পেমেন্ট করতে হবে না এর জন্য।
টেক্সট ছাড়াও ছবি সাজেস্ট করবে মেটা
পছন্দমতো ছবিও সরবরাহ করবে মেটা। যে ধরনের ইমেজ দরকার, সেটি মেটা আই-এ লিখলেই পাওয়া যাবে। সেই মাফিক ছবি খুঁজে বা বানিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।