কানাডায় ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ প্রচার বন্ধ রেখেছে মেটা

মেটা

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : কানাডায় ফেসবুক ও ইনস্টাগ্রামে সব ধরনের সংবাদের প্রচার বন্ধ রেখেছে মেটা। কানাডীয় সরকার মেটার এই সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে।

মেটা

নিউজ কনটেন্ট প্রচারের বিপরীতে মেটা ও গুগলকে অর্থ দিতে বাধ্য করতে সম্প্রতি পাস করা হয় ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ আইন। এই আইনের প্রয়োগ ঘটলে প্রকাশকরা অর্থ পাবেন।

তবে এই অর্থ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে মেটা। তাই ফেসবুক ও ইনস্টাগ্রামে নিউজের প্রচার বন্ধ রেখেছে তারা। শুধু প্রকাশকদের অ্যাকাউন্টের লিংক নয়, সাধারণ ব্যবহারকারীরাও সংবাদের কোনো লিংক শেয়ার করতে চাইলে সেটাও ব্লক করছে মেটা। লিংক প্রকাশ না করার ব্যাপারটিকে ‘ব্যাবসায়িক সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেছে মেটা।

চোখের ইশারায় ঘায়েল করা সেই প্রিয়া প্রকাশ এখন কোথায়?

তাদের যুক্তি ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ আইনটি মেনে চলার জন্যই নিউজ ব্লক করা হচ্ছে। তাদের বক্তব্য, মেটা নিউজ শেয়ার করলে নিউজ পাবলিশাররা বরং উপকৃতই হয়। ব্যবহারকারীরা খবর পড়ার জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢোকে না। সূত্র : দ্য ভার্জ