বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার নিজের দেশেই মোটা অংকের অর্থ জরিমানা দিতে হচ্ছে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠান মেটাকে।
টেক্সাস অঙ্গরাজ্যের করা এক মামলার নিষ্পত্তিতে মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিতে হবে ১.৪ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ, যা বাংলাদেশি টাকায় ১৬ হাজার ৪৫৫ কোটি টাকারও বেশি।
মেটার বিরুদ্ধে বেআইনিভাবে ফেসিয়াল-রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে লাখ লাখ টেক্সাসবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহের অভিযোগ করা হয়েছে।
মামলাটি ২০২২ সালে করা হয়। মামলাটি নিস্পতির শর্তাবলী মঙ্গলবার প্রকাশিত হয়েছে। টেক্সাসের ২০০৯ বায়োমেট্রিক প্রাইভেসি আইন-এর অধীনে করা এটাই প্রথম কোনো বড় মামলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।