বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অন্যের ব্যক্তিগত তথ্য শেয়ার বন্ধে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন আনছে মেটা। পরিবর্তনের অংশ হিসেবে এখন থেকে ব্যবহারকারীরা অন্য কারো ব্যক্তিগত বিশেষ করে ইন্টারনেটে আগে থেকে বিদ্যমান বাসস্থানসংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে পারবেন না। খবর আইএএনএস।
ফেসবুক ওভারসাইট বোর্ডের এক সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মেটা তাদের নীতিমালা থেকে এ বিধান অপসারণে সম্মতি প্রকাশ করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বোর্ডের সুপারিশের অংশ হিসেবে অন্য কারো বাসস্থানসংক্রান্ত ব্যক্তিগত তথ্য শেয়ারের নীতিমালায় পরিবর্তন আনার মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামে এর প্রাপ্যতা কমিয়ে আনা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটি আরো জানায়, সুপারিশটি বাস্তবায়নের মাধ্যমে প্লাটফর্ম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আরো শক্তিশালী হবে। চলতি বছর শেষে নীতিমালার এ পরিবর্তন কার্যকর হতে পারে বলেও জানানো হয়। উপরন্তু, কারো ব্যক্তিগত বাসস্থানের বাইরের ছবিসংক্রান্ত পোস্টের পরিমাণ কমাতে মেটা এ উদ্যোগ নিয়েছে।
সামাজিক মাধ্যমটি জানায়, যদি কারো সম্পত্তি কোনো সংবাদের মূল বিষয়ে পরিণত না হয় তাহলে প্লাটফর্ম থেকে কোনো ব্যবস্থা নেয়া হবে না। আরেক বিবৃতিতে মেটা জানায়, সাংবাদিকতা, নাগরিক সক্রিয়তাসহ অন্যান্য বিষয়ের জন্য আবাসিক ঠিকানা সম্পর্কে জানা জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্টদের অনুমতি ব্যতীত তথ্য প্রচার ব্যক্তিনিরাপত্তা ও গোপনীয়তার লঙ্ঘন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।