বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভেরিফায়েড অ্যাকাউন্ট সাবস্ক্রিপশনের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজারদের নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে কোনও সরকারি আইডি-র মাধ্যমে।
ভারতে সম্প্রতি মেটা মোবাইল অ্যাপের জন্য ভেরিফায়েড সার্ভিস চালু করেছে। একমাসের সাবস্ক্রিপশনের খরচ ৬৯৯ টাকা।
শোনা যাচ্ছে, আগামী মাসে ওয়েব মাধ্যমেও সাবস্ক্রিপশন চালু করতে চলেছে মেটা। সেক্ষেত্রে একমাসের সাবস্ক্রিপশনের খরচ হতে পারে ৫৯৯ টাকা। অর্থাৎ মোবাইল অ্যাপের থেকে ১০০ টাকা কম।
মোবাইল অ্যাপের ক্ষেত্রে আইওএস হোক বা অ্যান্ড্রয়েড, দু’ক্ষেত্রেই ইউজাররা মাসে ৬৯৯ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে পারবেন।
ভেরিফায়েড অ্যাকাউন্ট সাবস্ক্রিপশনের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজারদের নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে কোনও সরকারি আইডি-র মাধ্যমে।
মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিলে ইউজারদের অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে। ইউজারের বয়স ১৮ বছরের ঊর্দ্ধে হলে তবেই তাঁরা মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিতে পারবেন। এছাড়াও অ্যাকাউন্টের ক্ষেত্রে নূন্যতম অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে।
যে প্রোফাইলের জন্য মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের আবেদন জানানো হচ্ছে সেখানে যে নাম এবং ছবি রয়েছে সেটার সঙ্গে মানানসই একটি সরকারি প্রমাণপত্র জমা দিতে হবে ইউজারদের। ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে মেটার এই ভেরিফায়েড সাবস্ক্রিপশন নেওয়া যাবে। দু’ক্ষেত্রেই নিয়ম একই।
মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন আসলে কী? ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সাবস্ক্রিপশন নিলে ভেরিফায়েড ব্যাজ পাবেন ইউজাররা।
ইউজারের ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউট সরকারি আইডি-র মাধ্যমে ভেরিফায়েড নির্বাচিত হবে। অ্যাকাউন্ট আরও সুরক্ষিত হবে। অ্যাকাউন্ট প্রোটেকশনের পাশাপাশি অ্যাকাউন্ট সাপোর্টের সুবিধাও পাবেন ইউজাররা।
মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন চালু হওয়ার আগে যেসব ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউটে ভেরিফায়েড ব্লু ব্যাজ বা ব্লু টিক ছিল সেইসব অ্যাকাউন্টে এখনও বিনামূল্যেই পরিষেবা পাওয়া যাবে।
মেটার আগে ট্যুইটার তাদের ব্লু ভেরিফায়েড সাবস্ক্রিপশন ভারতে চালু করেছে। এক্ষেত্রে মোবাইল ডিভাইসে খরচ মাসে ৯০০ টাকা এবং ওয়েব ভার্সানে মাসে ৬৫০ টাকা। চলতি বছরেই ট্যুইটার ব্লু চালু হয়েছে ভারতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।