মেটাভার্স থেকে ইনকামের সুযোগ

মেটাভার্স

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মেটাভার্সের ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম ‘হরাইজন ওয়ার্ল্ডস’ থেকে অর্থ আয়ের সুযোগ দেবে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ জন্য নতুন টুল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে মেটা। টুলটি ব্যবহার করে নির্বাচিত ব্যবহারকারীরা মেটাভার্সে তথা হরাইজন ওয়াল্ডর্সে নিজের তৈরি ডিজিটাল পণ্য ও সেবা বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।

মেটাভার্স

নির্মাতাদের সরাসরি আর্থিক সুবিধা দেওয়ার কোনো সুযোগ এত দিন ছিল না প্ল্যাটফর্মটিতে। মেটা জানাচ্ছে, মেটাভার্সে কনটেন্ট নির্মাতারা তাদের ডিজিটাল সম্পদ বিক্রি করে অর্থ আয় করতে পারবেন। মেটাভার্সে ভার্চুয়াল ক্লাস, গেমস এবং ফ্যাশনসামগ্রী তৈরি করছে এমন নির্মাতারাই আয়ের প্রাথমিক সুযোগটি পাবেন। নির্মাতাদের জন্য সংশ্লিষ্ট সেরা টুলগুলো সরবরাহের লক্ষ্যে কাজ চলছে। তবে আয়ের পদ্ধতি কী হবে, তা নিয়ে আরও যাচাই-বাছাই চলছে।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজের অ্যাভাটার তৈরি করে হরাইজন ওয়ার্ল্ডে এক অনুষ্ঠানে বলেছেন, আমরা চমৎকার একটি দুনিয়া গড়তে চাই, যেখানে যোগাযোগ হবে নতুন মাত্রায়। এখানে ব্যবহারকারীরা ভার্চুয়াল দুনিয়ায় থেকেও পাবেন সরাসরি দেখা-সাক্ষাৎ কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণের অনুভূতি। প্ল্যাটফর্মটি তৈরিতে ব্যাপক সংখ্যক সৃজনশীল কনটেন্ট নির্মাতা প্রয়োজন। আমরা তাদের জন্যই সুযোগ তৈরি করে দিতে চাই।

এক হাটে দিনে কোটি টাকার মরিচ বিক্রি

এদিকে হরাইজন ওয়ার্ল্ডসে নির্বাচিত ব্যবহারকারীর জন্য ‘ক্রিয়েটর বোনাস’ নামে ফিচারও পরীক্ষা করছে মেটা। এই ফিচারের আওতায় প্রতি মাসে নির্বাচিত ওই ব্যবহারকারীদের পারিশ্রমিক দেবে। মূলত ভার্চুয়াল দুনিয়াকে নতুন মাত্রা দিতে মেটাভার্স প্রকল্পে মোটা অঙ্কের বিনিয়োগ করছে মেটা। আর এ বিনিয়োগের মাধ্যমে ব্যবহারকারীদের নতুন নতুন ফিচারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গ।