যুক্তরাষ্ট্রে আছড়ে পড়া উল্কাপিণ্ডের বয়স ‘পৃথিবীর চেয়েও বেশি’

Advertisement যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে জুন মাসে আছড়ে পড়া উল্কাপিণ্ডটির বয়স পৃথিবীর বয়সের চেয়েও বেশি বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। নাসার তথ্য অনুযায়ী, এ উল্কাপিণ্ডটি ২৬ জুন দিনের আলোয় আকাশ চিরে জর্জিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন প্রান্তে বিস্ফোরিত হয়। যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ম্যাকডোনাফ শহরের একটি বাড়ির ছাদ ভেদ করে পড়া উল্কাপিণ্ডের একটি খণ্ড পরীক্ষা করেন। তারা জানিয়েছেন, উল্কাপিণ্ডটির … Continue reading যুক্তরাষ্ট্রে আছড়ে পড়া উল্কাপিণ্ডের বয়স ‘পৃথিবীর চেয়েও বেশি’