মেট্রোরেলে তরুণীকে জড়িয়ে ধরে রোমান্সে মাতলেন তরুণ

মেট্রোরেল-ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের মানুষের কাছে একসময় মেট্রোরেল ছিল এক সময় স্বপ্নের মতো। কিন্তু গত বছরের ২৮ ডিসেম্বর থেকে রাজধানী বুকে ছুটে চলছে স্বপ্নের মেট্রোরেল। প্রতিদিনই এই মেট্রোরেলে ভীড় দেখা যায় দর্শনার্থীদের।

মেট্রোরেল-ভারত

বাংলাদেশে মেট্রোরেলের যাত্রা কেবল শুরু হলেও ভারতে বহু বছরে ধরে চলছে যানবাহনটি। দেশটিতে মেট্রোতে বিভিন্নি সময় বিভিন্ন ঘটনা ঘটে যা আলোচনার জন্ম দেয়।

২০১৮ সালের ৩০ এপ্রিল কলকাতায় ভিড়ে ঠাসা মেট্রোয় সঙ্গী তরুণীকে আলিঙ্গন করে দাঁড়িয়েছিলেন এক যুবক। সেই ‘অপরাধে’ তাদের দমদম মেট্রো স্টেশনে হিড় হিড় করে টেনে নামিয়ে চড়, কিল, ঘুষি তো চলেছিলই, সমান তালে চলেছিল শাসানিও। যে ঘটনা গোটা পশ্চিমবঙ্গে সাড়া ফেলে দিয়েছিল। তারপর কেটে গিয়েছে পাঁচ বছর। এবার প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল। তবে এবার ঘটনাস্থল ভারতের কলকাতা নয়, দিল্লির মেট্রোরেলে।

দিল্লি মেট্রোয় দু’দিন আগেই এক তরুণীর অন্তর্বাস পরে শোরগোল ফেলে দিয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সেই মেট্রোতেই সকলের সামনে পরস্পরকে জড়িয়ে ধরে চুম্বন করতে দেখা গেল এক যুগলকে। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। খবর আনন্দবাজার।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুজন দুজনকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। মাঝেমধ্যে একে অপরকে চুম্বন করছেন। মেট্রোরই এক যাত্রী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। যদিও ওই যুগল টের পাননি যে, তাদের এই ‘রোম্যান্সের’ দৃশ্য নজরবন্দি হচ্ছে।

হলুদ টাইট পোশাকে স্পষ্ট ক্লিভেজ, উষ্ণতা ছড়ালেন নোরা

দিল্লি মেট্রোয় যুগলের এই খোলামেলা ‘রোম্যান্স’ নিয়ে সমাজমাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে। অনেক প্রশ্ন তুলেছেন, কীভাবে জনসমক্ষে এ ভাবে ‘রোম্যান্সে’ মাতলেন যুগল? ভরা মেট্রোয় কারও পরোয়া না করে চুম্বন করতে থাকায় অনেকে বিরক্তি প্রকাশও করেছিলেন।