জুমবাংলা ডেস্ক : ঢাকার পল্লবী এলাকায় মেট্রো স্টেশনের নিচে ঘটে গেল এক রোমহর্ষক ছিনতাইয়ের ঘটনা। অন্যান্য দিনের মতোই কাজ শেষে বাসায় ফিরছিলেন আল-আমিন রানা। কিন্তু পথে তাকে থামিয়ে দেয় তিনজন ছিনতাইকারী। তারা ধারালো অস্ত্র দেখিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
Table of Contents
কখন ও কোথায় ঘটেছে ছিনতাইয়ের ঘটনা?
ঘটনাটি ঘটে শনিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে, পল্লবী মেট্রো স্টেশনের নিচের ফুটপাতে। এরই মধ্যে এই ছিনতাইয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কী দেখা গেছে ভাইরাল হওয়া ভিডিওতে?
ভিডিও ফুটেজে দেখা যায়, পিঠে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি—যিনি আল-আমিন রানা। তার পেছনে ছিল তিনজন যুবক। তাদের মধ্যে একজন দ্রুত তার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর সংকীর্ণ ফুটপাতে আল-আমিন পৌঁছাতেই তারা তাকে ঘিরে ফেলে এবং মোবাইল ফোনটি কেড়ে নেয়।
ছিনতাইকারীদের একজন তখন ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনের হাতে ও পায়ে আঘাত করে। পরে তিনজন মিলে দৌঁড়ে একটি অটোরিকশায় উঠে দ্রুত পালিয়ে যায়।
আল-আমিন রানা কে এবং কোথায় থাকেন?
ভুক্তভোগী আল-আমিন রানা রাজধানীর নিকুঞ্জ এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি থাকেন মিরপুরের পল্লবী এলাকায়।
ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, “সেদিন রাতে খিলক্ষেত থেকে বাসে করে মিরপুর পল্লবী মেট্রো স্টেশনের কাছে নামি। তারপর বাসায় ফিরছিলাম হেঁটে, তখনই ছিনতাইকারীদের কবলে পড়ি।”
কীভাবে ঘটেছিল ছিনতাই?
আল-আমিন জানান, ছিনতাইকারীরা তার হাতে থাকা আইফোনটি ধারালো অস্ত্রের মুখে ছিনিয়ে নেয়। এরপর একজন ছিনতাইকারী তার হাতে ও পায়ে আঘাত করে, এতে তিনি আহত হন।
তিনি আরও বলেন, “মোবাইল ছিনিয়ে নেওয়ার পর আমি দৌঁড়ে তাদের পিছু নিই। কিন্তু তারা অটোরিকশায় পালিয়ে যায়।”
থানায় অভিযোগ ও পুলিশের অবস্থান
ঘটনার ওই রাতেই পল্লবী থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন আল-আমিন। তবে এখনও পর্যন্ত পুলিশের কাছ থেকে তিনি কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন।
নিজ উদ্যোগে তদন্তের চেষ্টা
আল-আমিন জানান, তিনি নিজেই ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা তদন্ত কর্মকর্তা এসআই জয় দাশকে দেখান। এরপর তিনি যোগাযোগ করলে তদন্তকারী কর্মকর্তা জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
পুলিশের বক্তব্য
তদন্ত কর্মকর্তা এসআই জয় দাশ বলেন, “পল্লবী এলাকা খুবই জনবহুল। আমরা অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটে যাচ্ছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।