যাত্রা শুরুর পর থেকে খুব অল্প সময়ের মধ্যেই রাজধানীবাসীর মন জয় করে নিয়েছে মেট্রোরেল। চাহিদার কথা বিবেচনায় নিয়ে জনপ্রিয় এ গণপরিবহনটি চলাচলের সময় আরও এক ঘণ্টা বাড়িয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রবিবার (১৯ অক্টোবর) সকাল থেকে নতুন সময়সূচি মেনে চলছে মেট্রোরেল। এদিন সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে।
এখন থেকে প্রতিদিন সকালে মেট্রোরেল চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে। সময় বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।
রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় উত্তরা-উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়ে; যা এতদিন ছাড়তো সকাল ৭টা ১০ মিনিটে। নতুন শিডিউল অনুযায়ী, রাতে শেষ ট্রেনটি ছাড়বে মতিঝিল থেকে; রাত ১০টা ১০ মিনিটে। শুধু তাই নয়, সপ্তাহের শুক্রবারও মেট্রোরেল চালু হবে আগের বিকেল ৩টার বদলে দুপুর আড়াইটায়।
প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন এই মেট্রোরেলে। সময়ের পাশাপাশি ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন যাত্রীরা। এ বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, ট্রিপ বাড়ানো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।
এর আগে, গত বুধবার (১৫ অক্টোবর) ট্রেন চলাচলে সময় বাড়ানোর সিদ্ধান্তের বিষয়টি জানায় মেট্রোরেল নির্মাণ-পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানোর বিষয়ে চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।