মাইদুর রহমান রুবেল : উন্নত বিশ্বের মতো তৈরি করা হচ্ছে মেট্রোরেলের স্টেশন প্লাজা। প্রস্তুত লাল সবুজে রাঙানো মেট্রোরেলের আইকনিক স্টেশনও। জাপানের আদলে তৈরি হচ্ছে এসব স্টেশন। নান্দনিক এসব স্টেশনে থাকছে যাত্রীদের অত্যাধুনিক সেবার সকল সুবিধা। স্থায়ী পাশ ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা দেয়ারও পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
তথ্য মতে, চলতি বছর ডিসেম্বরে উত্তরার-দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার এবং দিয়াবাড়ী-আগারগাঁও অংশ ১১ দশমিক ৭৩ কিলোমিটার মেট্রোরেলের পথ চালু হবে। মোট ১৭টি স্টেশনের ৯টি স্টেশনে প্রথম দফায় চলবে মেট্রোরেল। নতুন করে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সোয়া কিলোমিটারে খরচ বাড়ছে আরও ৭ হাজার ৫০০ কোটি টাকা। সবমিলিয়ে প্রকল্প ব্যয় মেট্রোলের ২৯ হাজার ৪৮৫ কেটি টাকা।
এদিকে যাত্রীদের জন্য স্টেশনগুলোতে থাকছে বিপণিবিতান, সময় কাটানোর হোটেল, রেস্টেুরেন্ট, কফি সপ ও বিনোদন কেন্দ্র। অসুস্থ এবং প্রতিবন্ধীদের উঠা-নামার জন্য থাকছে লিফট, সাথে এসকেলেটরও। মেট্রো ভ্রমণের জন্য থাকছে স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের র্যাপিড পাস।
প্রকল্প পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, কেউ চাইলে সারা জীবনের জন্য একটা কার্ড কিনতে পারবেন। সেটা দিয়ে যতবার ইচ্ছে, যে কোনো লাইনে ব্যবহার করতে পারবেন। আরেকটা থাকবে সিঙ্গেল ভ্রমণ কার্ড, তবে এই কার্ড যাওয়ার সময় মেশিন রেখে দেবে। এ ছাড়া যারা সবসময় টিকিট ব্যবহার করবে তাদের জন্য হয়তো একটা বিশেষ সুবিধা থাকবে। তবে এটা এখন অনুমোদন দেওয়া হবে না।
তিন তলার মূল স্টেশনে পাস ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। যাত্রা পথে অতিরিক্ত ভ্রমণ করলে, তার জন্য ডিটেনশন কক্ষ রাখা হয়েছে। তার জন্য রয়েছে জরিমানার বিধানও।
বিশ্বের উন্নত দেশের সাথে মিল রেখে অত্যাধুনিক স্টেশন প্লাজায় যাত্রীদের ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে মনে করেন মেট্রো কর্তৃপক্ষ। সূত্র : আরটিভি।
নিউজলপাইগুড়ি থেকে ১২ জন যাত্রী নিয়ে বাংলাদেশে প্রবেশ করলো মিতালী এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।