জুমবাংলা ডেস্ক : আর মাত্র একটা দিন। তারপর শুরু হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় ধরে চলা বইমেলাগুলোর অন্যতম অমর একুশে বইমেলা। মাসব্যাপি এই মেলার আয়োজক বাংলা একাডেমি এর মধ্যেই মেলার সকল আয়োজন সম্পন্ন করেছে। এখন চলছে শেষ মুহুর্তের কাজ। এছাড়া এবারের মেলায় দর্শনার্থী ও পাঠকদের জন্য নতুন চমক হিসেবে থাকছে মেট্রোরেল। মেলা শুরুর সময় থেকে মেলা চলাকালীণ মেট্রোরেলে চড়েই ক্রেতা-পাঠক-দর্শনার্থীরা আসতে পারবেন মেলাতে। এতে আরও অনেক মানুষের উপস্থিতি হবে মেলায়, যা মেলাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) অমর একুশে বইমেলা-২০২৪ এর সার্বিক প্রস্তুতি বিষয়ে বাংলা একাডেমির পক্ষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে মেলার নানা দিক নিয়ে কথা বলেন বইমেলার সদস্য সচিব ডা. কেএম মুজাহিদুল ইসলাম ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা।
একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, অমর একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলামসহ অন্যান্যরা এই সংবাদ সম্মেলনে অংশ নেন। তিনি জানান, পহেলা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেবেন। এছাড়া এবারের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান এবং মাসব্যাপী মেলা পরিচালনার জন্য তিন ধাপে পৃথক কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
২০০৬ সালের পর এবার আবারো বাংলা একাডেমি এককভাবে বইমেলা আয়োজন করছে, এই আয়োজন সহযোগিতা করবে বিকাশ। এবারের মেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে ৯৩৭ ইউনিট স্টল বরাদ্দ করা হয়েছে, থাকছে ৩৭টি প্যাভেলিয়ন। এবারের মেলায় ২০টি নতুন প্রকাশনাকে ঠাঁই দেয়া হয়েছে। গত বছর ৬০১টি প্রতিষ্ঠানের অনুকূলে ৯০১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।
এছাড়া ছুটির দিন ছাড়া মেলার সময় বেলা ৩টা থেকে রাত নয়টা। প্রবেশের শেষ সময় রাত সাড়ে আটটা। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১ টা থাকবে শিশুপ্রহর
আয়োজকরা জানান, ২৩ জানুয়ারি ডিজিটালাইজড লটারি পদ্ধতির মাধ্যমে পুরনো এবং নতুন তালিকাভুক্ত প্রকাশনার জন্য স্টল বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে তালিকাভুক্ত ৬০১টি সংস্থা ছাড়াও, প্রায় ৭০টি নতুন প্রকাশনা নোটিশে সাড়া দিয়ে স্টল বরাদ্দ পেতে আবেদন করেছিল। এর মধ্যে ২৩টি নতুন প্রকাশনা মেলায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।