জুমবাংলা ডেস্ক : যাত্রীদের চাহিদা বিবেচনায় আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেলের ট্রিপ বাড়াচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।
তিনি বলেন, পিক আওয়ারে প্রতি ৮ মিনিট, স্পেশাল অফ-পিক আওয়ারে ১০ মিনিট এবং অফ-পিক আওয়ারে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।
নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত এবং বিকেল ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ৮ মিনিট পরপর ট্রেন চলবে।
মতিঝিল স্টেশন থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত এবং বিকেল ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ৮ মিনিট পরপর ট্রেন চলবে।
এ ছাড়া, মতিঝিল থেকে সকাল ৭টা ১০ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত এবং উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে।
অফপিক আওয়ারে ট্রেন ছাড়বে ১২ মিনিট পরপর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।