নিলামে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের ব্যবহৃত এক জোড়া পা মোজা। বুধবার (৩০ জুলাই) ফ্রান্সের নিম শহরে এই নিলাম অনুষ্ঠিত হয়। ৬ হাজার ৬০০ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ টাকার বেশি) বিক্রি হয় ২৮ বছরের পুরাতন এই মোজা। ইয়াহু ডটকম এ খবর প্রকাশ করেছে।
নিলামকারীর নাম আরোর ইলি। এএফপিকে তিনি বলেন, “১৯৯৭ সালের জুলাই মাসে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিমে কনসার্টের পর মাইকেল জ্যাকসন ব্যবহৃত মোজাটি ড্রেসিং রুমে ফেলে দেন। এটি কুড়িয়ে নেন একজন টেকনিশিয়ান।”
নিলামকারী ধারণা করেছিলেন, নোংরা মোজা জোড়া ৩-৪ হাজার ইউরোতে বিক্রি হতে পারে। কিন্তু এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে। নিলামকারী আরোরা ইলি বলেন, “সত্যি এটি একটি ব্যতিক্রম জিনিস। মাইকেল জ্যাকসনের ভক্তদের কাছে এটি আবেগের ব্যাপার।”
ইন্টারেনচিয়ার্স ডটকমের তথ্য অনুসারে, ১৯৯৭ সালে ‘হিস্টোরি ওয়ার্ল্ড ট্যুর’-এর সময়ে পপ তারকা মাইকেল জ্যাকসন কাচ দিয়ে সজ্জিত সাদা অ্যাথলেটিক এই মোজা পরেছিলেন।
কনসার্টের পারফরম্যান্সের ভিডিও ক্লিপও পাওয়া গেছে। তাতে মাইকেল জ্যাকসন যখন ‘বিলি জিন’ পরিবেশন করেন, তখন তার পায়ে এই মোজা দেখা যায়।
নিলামে তোলা মোজার ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, মোজায় দাগ পড়ে গেছে। কয়েক দশক পার হওয়ার কারণে কাচের টুকরোগুলো হলুদ হয়ে গেছে।
১৯৫৮ সালের ২৫ আগস্ট জন্মগ্রহণ করেন মাইকেল জ্যাকসন। ২০০৯ সালের ২৫ জুন মারা যান এই বরেণ্য শিল্পী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।