মিলিয়ন নয়, বিলিয়ন ভিউ পেয়েছে মাইকেল জ্যাকসনের যে গানটি

মাইকেল জ্যাকসন

বিনোদন ডেস্ক : নিন্দুক আর খারাপ মানুষদের তিরস্কার করা মাইকেল জ্যাকসনের গাওয়া গান ‘দ্য ডোন্ট কেয়ার এবাউট আস’ গন্ডি পেরিয়েছে বিলিয়ন ভিউর। ১০০ কোটি দর্শক ভিউ পাওয়া এ গানটি এখনও নেটদুনিয়ায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

মাইকেল জ্যাকসন

দীর্ঘ ১৫ বছর কেটে গেছে মার্কিন পপ সম্রাট ও বিশ্ব কাঁপানো নাচের জাদুকর মাইকেল জ্যাকসনকে হারিয়েছেন ভক্তরা। তবু হৃদয়ে এখনও অম্লান রয়েছেন এ সেলিব্রেটি। তাই প্রিয় তারকার গানের ভিউ এখনও নেটদুনিয়ায় শীর্ষে।

২০০৯ সালে হঠাৎই সংগীতাঙ্গনে মাইকেল জ্যাকসন নামের নক্ষত্র পতন হয়। তবে প্রিয় শিল্পীর অনুপস্থিতিতে মাইকেল জ্যাকসনকে ভুলে যাননি কেউই। ইউটিউব স্ক্রলে মিলল তারই প্রমাণ।

যেখানে এ প্রজন্মের গায়ক গায়িকাদের গান মিলিয়ন মিলিয়ন ভিউয়ের কোঠায় থাকে সেখানে মাইকেল জ্যাকসনের গান ছাড়িয়েছে বিলিয়ন ভিউতে।

ইউটিউবে মিলিয়ন ভিউ ধরা হয় তখনই যখন একটি ভিডিও কন্টেন ১০ লাখ দর্শক দেখেন। আর বিলিয়ন ভিউর মর্যাদা পেতে এ দর্শক সংখ্যা হতে হবে ১০০ কোটি।

সারাবিশ্বের দর্শকের কাছে জনপ্রিয়তা না থাকলে কোনো ভিডিও কন্টেন বিলিয়ন ভিউ পৌঁছানো অসম্ভব। আর এ অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন মাইকেল জ্যাকসন।

বিশ্ববিখ্যাত এ শিল্পীর বিশ্ব কাঁপানো গান ‘দ্য ডোন্ট কেয়ার এবাউট আস’ দর্শকদের কাছে জনপ্রিয়তার জন্যই গন্ডি পেরিয়েছে বিলিয়ন ভিউর।

Michael Jackson - They Don’t Care About Us (Brazil Version) (Official Video)

ব্রাজিলিয়ান ভার্সনের এ গানের কথা ছিল এরকম। আক্রমণাত্মক লোকরা খারাপ, পরিস্থিতির উত্তেজনায় হারিয়ে যায় সবাই, পাগল হয়ে যাওয়া এসব মানুষরা কেউই আমাদের জন্য যত্নবান নন, আমাদের নিয়ে এরা সত্যি কখনও চিন্তা করে না। আমি শুধু এটুকুই বলতে চাই।

মহেশ বাবুর শত কোটির পারিশ্রমিক নিয়ে ধোঁয়াশা

নিন্দুক আর খারাপ মানুষদের তিরস্কার করা জ্যাকসনের এ গানের প্রতিটি কথাতেই যেন দর্শক খুঁজে পায় নিজের মতামতকে। তাই নেটদুনিয়ায় এখনও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এ গানটি।