জুমবাংলা ডেস্ক : দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কার্যালয়ে হামলা হয়নি। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে অন্তত দুই শতাধিক লোক নগরের ২ নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে প্রবর্তক মোড়ে জড়ো হয়। এ সময় তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকে।
ওসি বলেন, মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের দিকে আসছে এমন তথ্য পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। ফলে মিছিলকারীদের হাত থেকে রেহাই পায় প্রথম আলো কার্যালয়। বর্তমানে ওই কার্যালয়ের পাশে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার কিংবা আটক করা হয়নি।
ইউক্রেনের সাবেক সেনাপ্রধান: ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’
প্রথম আলোর চট্টগ্রাম অফিসের সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী ফিরোজ শিবলী বলেন, মিছিলকারীরা সড়কে দাঁড়িয়ে স্লোগান দিলেও অফিসের ভেতরে আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।