বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শীঘ্রই এবার নতুন অবতারে বাজারে আসতে চলেছে ‘মাইক্রোম্যাক্স’। একসময় ‘মাইক্রোম্যাক্স’ স্মার্টফোনের জনপ্রিয়তা কী পরিমাণে ছিল আমরা সকলেই জানি। খুবই কমদামে তারা একাধিক ফিচার্সযুক্ত স্মার্টফোন এনেছিল বাজারে। তবে ধীরে ধীরে তারা যেন কোথায় একটা হারিয়ে গিয়েছে। এখন ‘মাইক্রোম্যাক্স’এর স্মার্টফোন কারোর কাছে সেরকম একটা দেখা যায় না।
আসলে প্রতিযোগিতা এতোটাই বেড়ে গিয়েছিল যে ধীরে ধীরে এই ফোনের চাহিদা অনেকটাই কমে গিয়েছে। তবে আরও একবার বাজার কাঁপাতে আসতে চলেছে ‘মাইক্রোম্যাক্স’। তবে স্মার্টফোন নিয়ে নয়, ইলেকট্রিক যানবাহন নিয়ে। কী অবাক হচ্ছেন তো? তবে এমনটাই সত্যি। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা বিকাশ জৈন, সুমিত কুমার ও রাজেশ আগরওয়াল ‘মাইক্রোম্যাক্স মোবিলিটি’ নামক একটি সংস্থা অন্তর্ভুক্ত করেছে।
২০২৩ সালের শুরুর দিকেই তারা অটোমোবাইল দুনিয়ায় প্রবেশ করার জন্য নথিপত্র তৈরি করতে শুরু করেছে। তাইতো জোরকদমে কাজ শুরু হয়েছে ইলেকট্রিক যানবাহন তৈরি করার। আপাতত তারা টু-হুইলারের প্রতি মনোনিবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে।
কিলার লুকে দুর্দান্ত ফিচার নিয়ে বাজার কাঁপাতে আসছে নতুন এই বাইক
আসলে স্মার্টফোন নির্মাণকারী সংস্থার অটোমোবাইল দুনিয়ায় আসা কোনো নতুন বিষয় নয়। এর আগে শোনা গিয়েছিল ‘শাওমি’ সংস্থা বৈদ্যুতিক যানবাহন নিয়ে কাজ শুরু করেছে। এছাড়াও ‘অ্যাপেল’ রয়েছে এই তালিকায়। এবার ‘মাইক্রোম্যাক্স’ তাদের নতুন প্রকল্পে কতটা সফল হতে পারে তা একমাত্র সময়ই বলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।