বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কোয়ালকম চিপযুক্ত নতুন এআই ল্যাপটপ ও ট্যাবলেট তুলনামূলকভাবে কম দামে বাজারে আনার ঘোষণা দিয়েছে মার্কিন সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট।
মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের লক্ষ্য হলো—এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি ব্যবহারকারীর কাছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার সহজলভ্য করে তোলা।
২০ মে বাজারে আসছে নতুন ১৩ ইঞ্চির ‘সারফেইস’ ল্যাপটপ ও ১২ ইঞ্চির ‘সারফেইস প্রো’ ট্যাবলেট। ল্যাপটপের মূল্য শুরু হবে ৮৯৯ ডলার থেকে এবং ট্যাবলেটের মূল্য শুরু হবে ৭৯৯ ডলার থেকে। উভয় ডিভাইসেই থাকছে কোয়ালকমের ‘স্ন্যাপড্রাগন এক্স প্লাস’ নামের চিপ—রয়টার্স এমন তথ্য জানিয়েছে।
মাইক্রোসফটের এসব পণ্য হবে এখন পর্যন্ত তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের এআই ডিভাইস, যেখানে থাকবে নতুন চালু হওয়া ‘কোপাইলট প্লাস’ ফিচার।
এই ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই কম্পিউটারের সেটিংস পরিবর্তন করতে পারবেন, যেমন—প্রশ্ন করে জানতে পারবেন “কিভাবে ব্রাইটনেস বাড়াবো?”, মেনু ঘাঁটার দরকার পড়বে না। এছাড়া ওয়ার্ড ডকুমেন্টের খসড়াও তৈরি করা যাবে এআইয়ের সহায়তায়।
রয়টার্স আরও বলেছে, ‘কোপাইলট প্লাস’ চালাতে নির্দিষ্ট ধরনের শক্তিশালী চিপ প্রয়োজন হয়। সাধারণত এই ধরনের ফিচার এক হাজার ডলার বা তার বেশি দামের ডিভাইসেই দেখা যায়। সে তুলনায় মাইক্রোসফটের এই ডিভাইস দুটি তুলনামূলকভাবে কম দামে মিলবে।
মাইক্রোসফটের উইন্ডোজ ও ডিভাইস বিভাগের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট পাভান দাভুলুরি বলেন, নতুন সারফেইস ডিভাইস এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিক্ষার্থী ও ক্যারিয়ারের শুরুতে থাকা তরুণ পেশাজীবীরা সহজে এই ফিচারগুলো ব্যবহার করতে পারেন।
তিনি আরও বলেন, “আমরা মনে করি, নতুন সারফেইস প্রো ট্যাবলেট ও ল্যাপটপ তাদের জন্য যাদের কাছে সাশ্রয়ী দামে ভালো মানের ডিভাইস পাওয়া জরুরি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।