বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় অনেকদিন ধরেই আছে মাইক্রোসফট। চ্যাটজিপিটির জনপ্রিয়তার পিছনে বড় অবদান রয়েছে সংস্থার। তবে এদিন নিজেদের AI টুল আনল মাইক্রোসফট। যা ব্যবহার করার জন্য ১ টাকাও খরচ করতে হবে না। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন মাইক্রোসফট কোপাইলট।
কৃত্রিম মেধা নিয়ে শুরু হয়েছে চর্চা। আর এক্ষেত্রে জমি দখল করতে নেমে পরেছে গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানি। যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিল্ডে অনেকদিন ধরেই রয়েছে মার্কিন সংস্থাটি। চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের অন্যতম বিনিয়োগকারী মাইক্রোসফট। তারাই এবার নতুন AI টুল আনল বাজারে।
মাইক্রোসফটের নতুন এআই অ্যাসিস্ট্যান্টের নাম কোপাইলট। যা অ্যান্ড্রয়েড ফোনে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। ইতিমধ্যে গুগল প্লে-স্টোরে চলে এসেছে এই অ্যাপ। তবে আইফোনে কবে থেকে ব্যবহার করা যাবে তা এখনও জানায়নি সংস্থা।
কোপাইলটের অন্যতম সুবিধা হল, এতে ওপেনএআইয়ের GPT-4 এবং Dall-E সাপোর্ট পাওয়া যাবে। জিপিটি-4 একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল এবং ডাল-ই-তে টেক্সট টু ইমেজ তৈরি করা যায়। সংস্থার দাবি, কোপাইলটে যে কোনও জটিল প্রশ্নের দ্রুত জবাব পাওয়া যাবে। এবং সামান্য কিছু টেক্সট দিয়েই আকর্ষণীয় ভিজুয়াল তৈরি করতে পারবে কোপাইলট।
আর কী কী কাজ করতে পারে মাইক্রোসফট কোপাইলট?
অ্যাপের ডেসক্রিপশনে দেওয়া তথ্য অনুসারে, এটি ইমেইল ড্রাফট করতে পারে, স্টোরি এবং স্ক্রিপ্ট লিখতে পারে, যে কোনও লেখার সারাংশ বের করতে পারে, টেক্স অনুবাদ, জব রেজ্যুমে লেখা ইত্যাদি কাজ দ্রুত করে দিতে পারে। এমনকী এআই অ্যাসিস্ট্যান্ট লোগো ডিজাইনদ করতে পারে। এখানে ইউজার কাস্টম ব্যাকগ্রাউন্ড এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্টও তৈরি করতে পারবেন।
গুগল বার্ড, এলন মাস্কের গ্রুক এআইয়ের পাশাপাশি চ্যাটজিপিটিরও বিকল্প হয়ে উঠতে পারে মাইক্রোসফট কোপাইলট। যদিও চ্যাটজিপিটির সঙ্গে এটির খুব বেশি পার্থক্য নেই। কারণ কোপাইলটেও জিপিটি-4 ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয় আর চ্যাটজিপিটিতেও।
কী ভাবে ব্যবহার করবেন মাইক্রোসফট কোপাইলট?
প্রথমে গুগল প্লে-স্টোরে গিয়ে সার্চ করুন মাইক্রোসফট কোপাইলট এআই। তারপর অ্যাপটি ফোনে ইনস্টল করে নিন। তবে অবশ্যই তার আগে রিভিউ যাচাই করে নেবেন। এবার অ্যাপ আইকনে ট্যাপ করে, প্রাইভেসি শর্তগুলো পড়ে নিন।
রাজি হলে ‘Accept’ অপশনে ট্যাপ করে এগিয়ে যান। মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে সাইন-ইন করে নিতে পারেন। যদিও সাইন-ইন ছাড়াও কোপাইলট ব্যবহার করা যাবে। কিন্তু, রেসপন্স তুলনামূলক কম পাওয়া যাবে। জিপিটি-4 ব্যবহার করার জন্য স্ক্রিনের উপরে টগেলে ট্যাপ করুন। চ্যাট শুরু করার জন্য নিচে চ্যাট আইকনে ট্যাপ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।