ফ্রি ভিপিএন আসছে এজ ব্রাউজারে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গোপনীয়তা ও নিরাপত্তা বাড়াতে মাইক্রোসফট তাদের এজ ব্রাউজারে বিনামূল্যে বিল্টইন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন চালুর সিদ্ধান্ত নিয়েছে। এজ সিকিউর নেটওয়ার্ক নামে মাইক্রোসফট সম্প্রতি ক্লাউডফ্লেয়ার পাওয়ার্ড ভিপিএন সেবার পরীক্ষা চালাচ্ছে। বাংলা ট্রিবিউনের প্রতিবেদক ইশিতয়াক হাসান-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।

আগামীতে কোনও সিকিউরিটি আপডেটে এটি চালু হবে বলে আশা করছে সংবাদ মাধ্যম ভার্জ।

এটি চালু থাকলে ব্যবহারকারীর ওয়েব ট্রাফিককে এনক্রিপ্ট করে দেবে এজ সিকিউর নেটওয়ার্ক। এতে ব্যবহারকারীর ব্রাউজিং-এর ডাটা সংগ্রহ করতে পারবে না আইএসপিগুলো।

এছাড়া ভার্চুয়াল আইপি অ্যাড্রেস ব্যবহারের কারণে ব্যবহারকারীর অবস্থানও নির্ণয় করা সম্ভব হবে না।

এতে করে দেশভিত্তিক ব্লক কনটেন্টও ব্যবহারকারী চাইলে দেখতে পারবেন।

তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন প্রতি মাসে এর ডেটা ব্যবহারের লিমিট ১ জিবি। আবার ব্যবহারকারীকে মাইক্রোসফটের অ্যাকাউন্টও খুলে নিতে হবে। অর্থাৎ মাইক্রোসফটের কাছে ব্যবহারকারীর একটি তথ্য থেকেই যাচ্ছে।

এটি খুব তাড়াতাড়ি চালু হবে বলে জানানো হয়েছে মাইক্রোসফটের পক্ষ থেকে। ব্যবহারকারী আপাতত এর প্রিভিউ সংস্করণ ব্যবহার করতে পারবেন।

ভার্জ জানায়, মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করে এটি চালু করলে একটি ঢাল-এর আইকন প্রদর্শিত হবে ব্রাউজারের ফ্রেমে।

তবে মাইক্রোসফটের আগে আরও কিছু ব্রাউাজার এই ভিপিএন সেবা দিয়ে আসছে। যেমন অপেরায় রয়েছে ফ্রি ভিপিএন। অপরদিকে মজিলা ও গুগলেরও পেইড ভিপিএন সেবার ব্যবস্থা রয়েছে।

আমি অ্যান্ড্রয়েড নই: ইলন মাস্ক