
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Microsoft Office অ্যাপ্লিকেশনের জন্য নতুন ইউজার ইন্টারফেস নিয়ে এসেছে মাইক্রোসফট। অফিস স্যুট ২০২১ ব্যবহারকারীদের জন্য এ ডিজাইন উন্মুক্ত করে দিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের জুনে নতুন এ ডিজাইন আনার ব্যাপারে জানিয়েছিল মাইক্রোসফট। খবর গ্যাজেট নাউ।
নতুন আপডেটের মাধ্যমে Microsoft Office অ্যাপ্লিকেশন স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ থিমের সঙ্গে মিলে যাবে। অন্যান্য থিমেও আপডেট আনা হয়েছে। ব্যবহারকারীরা ব্ল্যাক, হোয়াইট, কালারফুল, ডার্ক গ্রেসহ যেকোনো থিমে ভিজ্যুয়াল রিফ্রেশ অভিজ্ঞতা পাবেন। তবে Microsoft Office অ্যাপে মিকা গ্লাস ইফেক্ট চালু করা হয়নি। এ বিষয়ে মাইক্রোসফট জানায়, এ ইফেক্টের জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে। ভবিষ্যতে নতুন আপডেটের মাধ্যমে এটি যুক্ত করা হবে।
নতুন ইন্টারফেসে কুইক অ্যাকসেস টুলবারটি স্বয়ংক্রিয়ভাবে লুকানো থাকে। এটি চালুর জন্য ব্যবহারকারীদের রিবনে রাইট ক্লিক করতে হবে অথবা রিবন ডিসপ্লে অপশন থেকে শো কুইক অ্যাকসেস টুলবার চালু করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



