শিশুদের বিনোদন ও সৃজনশীল কাজকে আরও আকর্ষণীয় করতে মাইক্রোসফট তাদের জনপ্রিয় পেইন্ট অ্যাপে যুক্ত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নতুন কালারিং বুক ফিচার। পরীক্ষামূলকভাবে এই সুবিধাটি বর্তমানে উইন্ডোজ ইনসাইডার ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা শুধু একটি লেখা নির্দেশনা বা টেক্সট প্রম্পট দিলেই এআই স্বয়ংক্রিয়ভাবে একাধিক কালারিং পেজ তৈরি করবে। কোনো দৃশ্য, চরিত্র বা বস্তু সম্পর্কে বর্ণনা লিখলে এআই সেই ধারণার ওপর ভিত্তি করে বিভিন্ন ডিজাইনের ছবি উপস্থাপন করবে।
মাইক্রোসফটের উদাহরণ অনুযায়ী, যদি কেউ লেখে— “একটি ডোনাটের ওপর বসে থাকা তুলতুলে বিড়াল”, তাহলে সেই ধারণা অনুসারে বিভিন্ন স্টাইলের কালারিং ছবি তৈরি হবে। ব্যবহারকারীরা পছন্দের ডিজাইনটি বেছে নিয়ে তা সংরক্ষণ, কপি অথবা প্রিন্ট করতে পারবেন।
মাইক্রোসফট বলছে, এই ফিচারটি বিশেষ করে শিশুদের সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে এবং একই সঙ্গে বিনোদনের নতুন অভিজ্ঞতা দেবে। বর্তমানে এই এআই কালারিং বুক সুবিধা শুধু কোপাইলটপ্লাস পিসি ব্যবহারকারীদের জন্য সীমিত রাখা হয়েছে।
এ ছাড়া পেইন্ট অ্যাপে যুক্ত করা হয়েছে একটি নতুন ফিল টলারেন্স স্লাইডার, যার মাধ্যমে রং ভরার সময় কতটা সূক্ষ্ম বা বিস্তৃতভাবে রং বসবে, তা ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারবেন।
অন্যদিকে, মাইক্রোসফট নোটপ্যাডেও এআই সুবিধা আরও উন্নত করা হয়েছে। ‘রাইট’, ‘রিরাইট’ এবং ‘সামারাইজ’ ফিচারগুলো এখন আগের চেয়ে দ্রুত কাজ করবে। জিপিটি প্রযুক্তির সহায়তায় লেখা পরিমার্জন ও দীর্ঘ নোট সংক্ষেপে উপস্থাপন করা সহজ হবে। ব্যবহারকারীরা সম্পূর্ণ ফলাফলের জন্য অপেক্ষা না করেই প্রিভিউ দেখতে ও এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন।
যেভাবে ব্যবহার করবেন
এই নতুন এআই ফিচারগুলো ব্যবহার করতে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। প্রাথমিকভাবে উইন্ডোজ ১১-এর ক্যানারি ও ডেভ চ্যানেলের উইন্ডোজ ইনসাইডারদের জন্য এই আপডেট উন্মুক্ত করা হয়েছে।
সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এআইয়ের বাস্তব ব্যবহার ও সামাজিক গুরুত্ব তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। নতুন এই ফিচারগুলোকে দৈনন্দিন কাজে এআইয়ের কার্যকর ব্যবহার প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: দ্য ভার্জ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


