বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট চ্যাটজিপিটির বহুমাত্রিক ব্যবহারে উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। আগামী মাসেই আসতে পারে চ্যাটজিপিটিনির্ভর মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আউটলুকসহ অন্যান্য ‘মাইক্রোসফট ৩৬৫’ অ্যাপে ‘প্রমিথিউস এআই’ নামের প্রযুক্তি এবং ওপেনএআইয়ের ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার কী করতে পারে, মার্চে সেটি দেখাতে প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।
সম্প্রতি নতুন সংস্করণের ‘বিং’ সার্চ ইঞ্জিন চালু করেছে মাইক্রোসফট। সফটওয়্যার কোম্পানি ওপেনএআইর প্রমিথিউস মডেলের সহায়তায় এটি বিভিন্ন অনুসন্ধানী প্রশ্নে ‘মানুষের মতো’ জবাব দিতে পারে। পাশাপাশি প্রমিথিউস এআই মডেলে চালিত বিল্ট ইন ‘এআই কোপাইলট’ সুবিধা থাকা নতুন সংস্করণের ‘এজ’ ব্রাউজার নিয়ে এসেছে মাইক্রোসফট। ভার্জ জানায়, নিজস্ব এআই প্রযুক্তি দিয়ে পাওয়ার পয়েন্ট বা এক্সেলে বিভিন্ন গ্রাফ ও গ্রাফিক্স তৈরি করাতে চায় মাইক্রোসফট।
মাইক্রোসফট নিজস্ব এআই মডেলকে দিয়ে বিভিন্ন অফিস অ্যাপের মধ্যে ‘সহজ প্রম্পটের’ ভিত্তিতে টেক্সট লেখার সুবিধাও দিতে চায়। মূলত প্রযুক্তি জায়ান্ট গুগল প্রতিদ্বন্দ্বী এআই ব্যবস্থা চালুর আগেই যত বেশি সম্ভব সেবায় চ্যাটজিপিটির ফিচার অন্তর্ভুক্ত করতে চায় মাইক্রোসফট। এ জন্যই মূলত নিজেদের বিভিন্ন পণ্য ও সেবায় দ্রুত চ্যাটজিপিটির সেবা একের পর এক যোগ করে চলেছে কোম্পানিটি। গত মাসেই চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ে কয়েকশ কোটি ডলার বিনিয়োগের চুক্তি করেছে কোম্পানিটি।
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা আসছে, একসঙ্গে পাঠানো যাবে আরও বেশি ছবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।