আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন উপকূলের কাছে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১৪ জন।
রোববার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ আগস্ট ইয়েমেনের তাইজ গভর্নরেটের উপকূলে একটি অভিবাসী নৌকা ডুবে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত নৌকাটি ২৫ জন ইথিওপিয়ান অভিবাসী এবং দুইজন ইয়েমেনি নাগরিককে নিয়ে জিবুতি থেকে রওনা হয়েছিল।
নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আইওএম বলছে, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ এবং দুই নারী রয়েছেন। তবে নৌকাডুবির কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছি সংস্থাটি।
এর আগে, গত জুলাই মাসে ইয়েমেনের তাইজ উপকূলে ৪৫ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় মাত্র চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এ ছাড়া জুন মাসে সোমালিয়া থেকে আসা ২৬০ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৪৯ জন অভিবাসী মারা যায়।
আওএম’র তথ্যমতে, হাজার হাজার অভিবাসী প্রতি বছর হর্ন অব আফ্রিকার (ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া) দেশগুলো থেকে লোহিত সাগরের পথ ধরে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা একে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসী রুটগুলোর একটি’ বলে মনে করে। ২০২৩ সালে হর্ন অব আফ্রিকা থেকে ৯৭ হাজারের বেশি অভিবাসী ইয়েমেনে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।