বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এবারের গরমের মৌসুমে তাপমাত্রার পারদ যেন বেশিই চড়ছে। ফলস্বরূপ বাড়ছে এসি (AC) জাতীয় ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কেনার হিড়িকও। এমতাবস্থায় নিজের দেশীয় বাজারে ফের একটি নতুন এয়ার কন্ডিশনার লঞ্চ করল Xiaomi। হ্যাঁ, সম্প্রতি টেক জায়ান্ট সংস্থাটি চীনে MIJIA Air Conditioner 2HP মডেলের
এসি বাজারে এনেছে, যাতে শীতলতা প্রদানের পাশাপাশি পাওয়ার-সেভিং, সেল্ফ ক্লিনিং ইত্যাদি অপশন রয়েছে। খুব শিগগিরই এই Xiaomi MIJIA এসিটিকে আন্তর্জাতিক বাজারেও আসতে পারে। আসুন এখন নতুন Xiaomi MIJIA Air Conditioner 2HP-র দাম, স্পেসিফিকেশন ইত্যাদি প্রধান প্রধান বিষয়গুলি এক নজরে দেখে নিই।
নতুন Xiaomi MIJIA Air Conditioner 2HP-র দাম
শাওমির নতুন এমআইজিআইএ ২এইচপি এসির দাম রাখা হয়েছে ৩,১৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮,০০০ টাকা)।তবে এখন শাওমি চীনের বাজারে বিশেষ দামে ২,৮৯৯ ইউয়ানে (ভারতীয় মূল্য অনুযায়ী ৩৪,২৬৯ টাকা) কেনার জন্য উপলব্ধ।
নতুন Xiaomi MIJIA Air Conditioner 2HP-র স্পেসিফিকেশন
শাওমির এমআইজিআইএ এইচপি এয়ার কন্ডিশনারটি ৫,০০০ ওয়াটের রেটেড কুলিং ক্যাপাসিটি এবং ৬,৭০০ ওয়াটের রেটেড হিটিং ক্যাপাসিটি বহন করে। এতে করে এসিটি ২০ থেকে ৩০ বর্গ মিটার জায়গা ঠান্ডা করতে পারবে; অন্যদিকে এটি প্রয়োজনে তাপমাত্রা বাড়াতেও অনেক সাহায্য করবে। এই এসিতে সেল্ফ-ডেভলপড্ ডক্ট, হাই এফিসিয়েন্সি এক্সপেনসন ইত্যাদি অপশনও রয়েছে। সাথে আছে সেল্ফ ক্লিনিংয়ের বিকল্পও, যার ফলে এর অভ্যন্তরীণ ইউনিট নিজে নিজে পরিষ্কার হয়ে যাবে। শুধু তাই নয়, এই এসি আর্দ্রতাও নিয়ন্ত্রণ করবে, যার ফলে আপনি কোনো শব্দ ছাড়াই এসি অন করে ঘুমাতে পারবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, শাওমির এই এসি রিমোট এবং Mijia অ্যাপের Xiao AI ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এটিতে বিদ্যমান এলইডি স্ক্রিন অপারেটিং মোড এবং তাপমাত্রা প্রদর্শন করবে। তাছাড়া সংস্থা জানিয়েছে যে, নতুন এসিটি এক বছরে প্রায় ৩৮০ কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ সাশ্রয় করতে পারে, তাই এটি ব্যবহার করলে বিদ্যুৎ বিল নিয়ে তেমন ভাবতে হবে না!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।