জুমবাংলা ডেস্ক : রংপুর ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২৩৬ কিলোমিটার দূরে। আর রংপুর থেকে এর দূরত্ব ছিল ১৫৭ কিলোমিটার।
সোমবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে প্রথমে মৃদু ভূকম্পন অনুভূত হলেও কয়েক সেকেন্ড পর দ্বিতীয় বারের মতো একটু বেশি মাত্রায় ভূকম্পন অনুভূত হয়। এসময় রংপুরসহ আশেপাশের এলাকাগুলো কেঁপে উঠে।
পরপর দুইবার ভূকম্পনের ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে বাসা-বাড়িসহ বহুতল ভবন থেকে তাড়াহুড়া করে নিচে নেমে আসে এবং সড়কের অবস্থান করতে দেখা যায়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ২। আর এর উৎপত্তিস্থল ভারতের আসামের মেঘালয় গোয়ালপাড়া। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।