জুমবাংলা ডেস্ক : দেশের ৭ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। তবে এই মৃদু তাপপ্রবাহে সম্প্রতি শেষ হওয়া তাপপ্রবাহের মতো অতিরিক্ত গরম অনুভূত হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মাল্লিক বলেন, ‘ঝড়-বৃষ্টির প্রবণতা কমে দেশের পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। আগামী দুই-এক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে সম্প্রতি শেষ হওয়া তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে না।’
আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর সবশেষ ব্রিফিংয়ে জানিয়েছে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
আজ সকাল ৯টা থেকে দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগগুলোর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সেইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগসমূহের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
অধিদপ্তর বলছে, গতকাল সোমবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালিতে ২০ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার। চলতি মাসের ১৯ তারিখের পরে ফের সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।