স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। কিন্তু জয় কিংবা শিরোপা নিয়ে কথা বলার বদলে সম্মেলনের শুরুতেই বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেন।
তিনি বলেন, “এই মুহূর্তটি কোনো উৎসবের নয়। কিছুক্ষণ আগেই একটি হৃদয়বিদারক দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাই।”
দলের অধিনায়ক আফিদা খন্দকার জানান, আজকের ম্যাচে তারা অন্যরকম এক প্রেরণায় খেলেছেন। তিনি বলেন, “আমরা মাঠে নামার ঠিক আগেই উত্তরার সেই দুর্ঘটনার খবর পাই। তখনই ঠিক করি—আজকের ম্যাচটি আমরা তাঁদের স্মরণে খেলব। যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের উদ্দেশেই আমাদের এই জয় উৎসর্গ করব। আমরা সেটা পেরেছি, এটা আমাদের কাছে বড় পাওয়া।”
শিরোপা জিতলেও বাংলাদেশ দলের মাঝে ছিল না কোনো বাড়তি উল্লাস। মাঠে কিংবা সংবাদ সম্মেলন কক্ষে—সব জায়গায়ই শোকের ছায়া ছিল স্পষ্ট। শোককে শক্তিতে পরিণত করে সাগরিকা একাই করেন ৪ গোল, এনে দেন দলের জন্য কাঙ্ক্ষিত ট্রফি।
শেষ পর্যন্ত সেই ট্রফিটিই বাংলাদেশ দল উৎসর্গ করেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত সকলের স্মৃতির প্রতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।