যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সোমালিয়ায় ১৩ জঙ্গি নিহত

বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের ১৩ যোদ্ধাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বিমান হামলা

যুক্তরাষ্ট্র রবিবার জানিয়েছে, সোমালিয়া সরকারের অনুরোধে এ ‘সম্মিলিত বিমান হামলা’ চালানো হয়েছে। খবর রয়টার্সের।

এক বছর আগে সোমালিয়া সরকার ও মিত্র বাহিনীগুলোর শুরু করা অভিযান আল শাবাবকে দেশটির কেন্দ্রীয় অংশগুলো থেকে হটিয়ে দেয়, কিন্তু আল কায়েদার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীটি রাজধানী মোগাদিশুসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা চালানো অব্যাহত রেখেছে।

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) জানিয়েছে, সোমালিয়া সরকারের অনুরোধে শনিবার সেইয়েরা শহরের কাছে আল শাবাবের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা।

এক বিবৃতিতে আফ্রিকম বলেছে, ২৬ অগাস্ট ভোররাতে আল শাবাবের সঙ্গে লড়াইরত সোমালি সেনাবাহিনীর সমর্থনে সম্মিলিত বিমান হামলাটি চালানো হয়।

সন্তান ২০ দিন স্কুল ফাঁকি দিলে বাবা-মায়ের জেল

শুক্রবার সোমালি সেনাবাহিনী ও মিত্র যোদ্ধারা দেশটির মধ্যাঞ্চলে আল শাবাবের প্রধান ঘাঁটি এল বুর দখল করে নিয়েছে। এটি জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযানে সরকারি বাহিনীর বড় ধরনের সাফল্য।