ইনস্টাগ্রাম থেকেই কোটিপতি অভিনেত্রী জান্নাত!

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যম থেকে অর্থ আয়ের বিষয়টি সবার জানা। এই সুবিধা বেশি ভোগ করে থাকেন বিনোদন দুনিয়ার তারকারা। নিজেদের পরিচিতি কাজে লাগিয়ে সামাজিক মাধ্যমে আসর জমাতে বেগ পেতে হয় না তাদের। এ কারণে ফেসবুক বা ইনস্টাগ্রামে তারকাদের নিয়মিত দেখা যায়। এবার এক ইনস্টাগ্রাম থেকেই কোটিপতি হলেন ভারতের ছোট পর্দার অভিনেত্রী জান্নাত।

অভিনয় নিয়েই মেতে থাকেন জান্নাত। তবে তার উপরি পাওনা সমাজমাধ্যমের জনপ্রিয়তা। নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করে বাড়তি রোজগার করেন তিনি। ইনস্টাগ্রামে জান্নাতের অনুরাগীর স‌ংখ্যা ৪ কোটি ৬০ লক্ষের বেশি।

জনপ্রিয়তার ভিত্তিতে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে জন্নতের চুক্তি রয়েছে। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ইনস্টাগ্রামে এক একটি পোস্ট থেকে তিনি প্রায় দেড় লক্ষ টাকা করে পেয়ে থাকেন। কোনও কোনও পোস্টে আয়ের পরিমাণ আরও বেশি।

এই ১৩ বছরে জান্নাত নিজের পরিশ্রমে সম্পত্তির পরিমাণ অনেক বাড়িয়ে ফেলেছেন। বর্তমানে তিনি প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তির মালিক। প্রতি মাসে সব মিলিয়ে তার আয় হয় প্রায় ২৫ লক্ষ টাকা।

রেগে গেলে কী করতে বলেছিলেন শাকিব খান, জানালেন অপু বিশ্বাস