কোটি মানুষ কিনেছেন এই iPhone, আপনি পেয়ে যাবেন ন্যূনতম সস্তা দামে

Apple iPhone 14

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সম্প্রতি মার্কেট অ্যানালিস্ট প্ল্যাটফর্ম Canalys, গত বছর মানে ২০২৩ সালে বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত (Best Selling) স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে। আর দেখা গেছে যে, এই তালিকার শীর্ষ ১০ অবস্থান দখল করে রেখেছে Apple-এর আইফোন ও Samsung-এর ফোনগুলি। বিশেষত কিছুটা পুরোনো হলেও Apple iPhone 14 মডেলটি ২৯ মিলিয়ন ইউনিট শিপমেন্টের কারণে লিস্টের তৃতীয় স্থান অর্জন করেছে।

Apple iPhone 14

সেক্ষেত্রে আপনি যদি দীর্ঘদিন ধরে একটি আইফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে এটিই আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। কেননা বিশ্বের তিন নম্বর সেরা এই স্মার্টফোনে গাদাগুচ্ছের প্রিমিয়াম ফিচার পাওয়া যাবে, আবার এটি এখন লঞ্চ প্রাইসের থেকে অনেকটা সস্তাতেই কিনতে পারবেন। আসুন, বেশি কথা না বলে এখন দেখে নিই iPhone 14-এর বর্তমান দাম ও ফিচারসমূহ।

কোনো সেল ছাড়াই চরম সস্তায় iPhone 14 কেনার সুযোগ দিচ্ছে Flipkart

অ্যাপল আইফোন ১৪ স্মার্টফোনের বেস স্টোরেজ ভ্যারিয়েন্ট অর্থাৎ ১২৮ জিবি মডেল ৭৯,৯০০ টাকায় লঞ্চ হলেও, এখন ফ্লিপকার্টে এর দাম ৫৮,৯৯৯ টাকায় নেমে এসেছে। অর্থাৎ আপনি এতে সরাসরি ২০,৯০১ টাকা ছাড় পাবেন। এদিকে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ২,৫০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে, যার ফলে আইফোনটির দাম দাঁড়াবে ৫৬,৪৯৯ টাকায়।

আবার পুরোনো ফোনের বিনিময়েও বেশ খানিকটা সাশ্রয় করা যাবে – এক্ষেত্রে ৪২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। যদিও এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরোনো ফোনের বর্তমান ফিজিক্যাল কন্ডিশন, ব্র্যান্ড, মডেল ইত্যাদি বিষয়ের ওপর।

বিচ্ছেদের পর মাহিকে যে পরামর্শ দিলেন নায়িকা ময়ূরী

Apple iPhone 14-এর স্পেসিফিকেশন

অ্যাপল আইফোন ১৪-এ ৬.১ ইঞ্চি এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে আছে, যা সিরামিক শিল্ড প্রোটেকশনের সাথে আসে। পারফরম্যান্সের জন্য এতে কোম্পানির নিজস্ব ৫ কোর জিপিইউসহ এ১৫ বায়োনিক প্রসেসর দেওয়া হয়েছে, সাথে ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মিলবে। এক্ষেত্রে এই প্রিমিয়াম হ্যান্ডসেটটি ২০ ওয়াট চার্জিং সাপোর্টসহ লাইটনিং পোর্ট বহন করবে – কোম্পানির মতে এটিতে ২৬ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম পাবেন। এদিকে ফটোগ্রাফির কথা বললে, এই আইফোনে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। আর ৫জি (5G) কানেক্টিভিটি, ই-সিম সাপোর্ট বা স্যাটেলাইট কানেক্টিভিটির সুবিধা তো থাকছেই।