জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় মানব ও মুদ্রা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
পরে ওই ব্যক্তির দেয়া তথ্যে একটি ট্রাঙ্ক থেকে ডলারসহ এক কোটির বেশি টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাতটি পাসপোর্টসহ জাল টাকাও জব্দ করা হয়। বিডি নিউজ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: আব্দুল মান্নান। গ্রেফতার মো: জাহাঙ্গীর হোসেন (৪৪) কুমিল্লার লালমাই উপজেলার জয়নগরের মো: মুকছুদ আলীর ছেলে।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, বুধবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ঘোড়ামারার হাবিব মোটরস থেকে মো: জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ওই সময় তার দেহ তল্লাশি করে পকেট থেকে সাতটি বাংলাদেশী পাসপোর্ট এবং ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এসপি মান্নান বলেন, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি মানবপাচার এবং বাংলাদেশী ও বৈদেশিক মুদ্রা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর তার বাড়িতে বিদেশে পাচারের উদ্দেশ্যে টাকা ও বৈদেশিক মুদ্রার মজুদ আছে বলেও তথ্য দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।