বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে পরীমনির ‘জটিলতা’ যেন বাড়ছেই। বৃহস্পতিবার রাতে আবারও মিমকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সেখানে তিনি আবারও দাবি করেছেন, মিমের কারণে রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে।
তার অভিযোগ, মিমের সঙ্গে শরীফুল রাজের সম্পর্ক আছে। যে কারণে তাদের সংসারে টানাপোড়েন চলছে। বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরীমনির স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন দাবি পরীমনি আগেও করেছিলেন। এর আগে ‘দামাল’ চলচ্চিত্রের প্রচারণার সময় হাত ধরা নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি। গত বুধবার গভীর রাতে মিমকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দেন।
ফেসবুকে পরীমনির এমন স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের অবস্থান পরিষ্কার করেন। তবে সেই পোস্টে পরীমনি ও রাজ কারোরই নাম নেননি তিনি।
মিম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘“পরাণ” ও “দামাল” সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।’ ধারণা করা হচ্ছে, মিমের সেই স্ট্যাটাসের প্রত্যুত্তর হিসেবে পরীমনি আবারও স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসের একপর্যায়ে তিনি সরাসরি মিমের নামও উল্লেখ করেন।
স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, ‘“পরাণ” রিলিজের পর সবখানে আমি বলে আসছি, রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটা তোমরাও চাও।’ পরীমনি জানান, তিনিই পরিচালক আবু রায়হান জুয়েলকে পরামর্শ দিয়েছেন রাজ আর মিমকে জুটি করে তাঁর আগামী ছবির কাজ করতে।
পরীমনির ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে মিমের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশটও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘দামাল’ চলচ্চিত্রের তিন মাসের হল রাইটস নেওয়ার কারণে মিম–রাজদের পরস্পরের আলাপ তার সংসারজীবনে প্রভাব ফেলেছে। পরীমনির ভাষায়, ‘ব্যবসায়িক ছুতায় আলাপ চলে রাতদিন।’
চলচ্চিত্রের পর্দায় মিমের সঙ্গে শরীফুল রাজের প্রেমের সম্পর্ক সবাই দেখেছেন। ‘পরাণ’ ও ‘দামাল’-এ তাদের জুটি দর্শকেরা গ্রহণও করেছেন। পর্দায় এই জুটির সাফল্যের গল্প চলছিল যখন, ঠিক তখনই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে বলে অভিযোগ তোলেন পরীমনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।