বিনোদন ডেস্ক : ঢালিউডের কিং খ্যাত শাকিব খানের প্রাক্তন দুই স্ত্রী দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলী। ক্যামেরার পেছনের পাশাপাশি সামনেও প্রকাশ্যে একজন অন্যজনকে সমালোচনা করতে দেখা গেছে। প্রাক্তন হলেও সম্পর্কে সতীন হওয়ায় এ সবই স্বাভাবিক বলে মনে করেন নেটিজেনরা। কিন্তু তাদের মাঝে তৃতীয় পক্ষ হয়ে সম্প্রতি হানা দিয়েছেন নাজনীন মিমি।
নাজনীন মিমি কণ্ঠশিল্পী হিসেবে দীর্ঘদিন মিডিয়ায় কাজ করছেন। তিনি সম্পর্কে চিত্রনায়িকা বুবলীর বড় বোন। তবে বুবলীর মতো এত জনপ্রিয়তা ও পরিচিতি তিনি এখনও তৈরি করতে পারেননি।
সম্প্রতি মিমির বেশকিছু ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে মিমি প্রকাশ্যে অপু বিশ্বাসকে ‘টোকাই’সহ অসংখ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে এখন তুমুল আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে।
বিভিন্ন সোশ্যাল সাইড স্ক্রল করে দেখা গেছে, নেটিজেনরা বুবলী-অপুর ঝগড়া মেনে নিলেও মানতে পারছেন না মিমিকে।
নেটিজেনরা মিমিকে নিয়ে শুরু করেছেন নানা সমালোচনা। অপু-শাকিবের অনেক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মিমি। তাই শাকিব-অপুর বিবাহিত সম্পর্ক না জানার কথা নয় মিমির। এমন মন্তব্য করেছেন বেশিরভাগ নেটিজেন।
মিডিয়ার সঙ্গে যুক্ত প্রায় সবাই বিবাহিত শাকিব-অপুর কথা জানতেন। মিমিও জানতেন। তারপরও তার বোনকে কেন শাকিব সম্পর্কে সাবধান করেননি এমন প্রশ্ন তুলেছেন অনেকে।
এক নেটিজেন আবার লিখেছেন, দুই সতীনের মাঝে মিমি ঢুকে ভাইরাল হতে চাচ্ছে। আরেকজন লিখেছেন, শাকিবের তৃতীয় স্ত্রী হতে চাইছেন মিমি, আর এ কারণেই অপুর সমালোচনা করে শাকিবের নজরে পড়তে চাইছেন বুবলীর বোন।
বোন হলেই যে প্রকাশ্যে অন্যের সমালোচনায় মেতে উঠতে হবে এমন বিষয়টিও মানতে পারছেন না নেটিজেনরা। ফেসবুকে প্রায়ই কেন মিমি এমন ভিডিও পোস্ট করেন, সে বিষয়ে অবশ্য এখনও কোনো মন্তব্য করেননি চিত্রনায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।