বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী বর্তমানে এক দীর্ঘমেয়াদি ও জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে ভয়াবহ মাইগ্রেন বা তীব্র মাথাব্যথায় ভুগছেন। যদিও এই রোগটি তাকে শারীরিকভাবে কষ্ট দিচ্ছে, তবে তিনি অভিনয় ও কর্মক্ষেত্র থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি।
মাইগ্রেনের যন্ত্রণায় প্রতিনিয়ত লড়ছেন মিমি
মাইগ্রেন সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিমি চক্রবর্তী লিখেছেন, “মাইগ্রেন, তুমি কঠিনভাবে আঘাত করেছ।” সেই পোস্টে একটি ছবিও যুক্ত করেছেন, যেখানে দেখা যায় তিনি চোখের ওপর আইস প্যাক দিয়ে শুয়ে আছেন এবং তার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। আগে থেকেই তিনি জানিয়েছিলেন, মাইগ্রেন থেকে পুরোপুরি মুক্তি পাওয়া প্রায় অসম্ভব।
দুই বাংলার প্রিয় মুখ মিমি চক্রবর্তী
বর্তমানে টালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবে কাজ করছেন মিমি। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেও তার রয়েছে বিশাল সংখ্যক ভক্ত। বিশেষ করে জনপ্রিয় অভিনেতা শাকিব খান-এর সঙ্গে ‘তুফান’ সিনেমায় তার অভিনয় দুই বাংলায়ই প্রশংসিত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি
অভিনয়ের পাশাপাশি মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত সক্রিয়। তিনি নিয়মিত শেয়ার করেন তার ব্যক্তিগত জীবন, যেমন—শরীরচর্চা, ভ্রমণ, খাবার, ও প্রিয় পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত। এই শারীরিক সমস্যার মধ্যেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েননি, বরং নতুন নতুন কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখছেন।
পেশাদারিত্বে অনন্য দৃষ্টান্ত
মাইগ্রেনের মতো একটি জটিল ও কষ্টদায়ক রোগ নিয়ে কাজ চালিয়ে যাওয়া সহজ নয়। কিন্তু মিমি চক্রবর্তী তার পেশাদারিত্ব ও মানসিক দৃঢ়তা দিয়ে আবারও প্রমাণ করেছেন—কঠিন সময়েও থেমে না থেকে কীভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয়।
ভক্তদের ভালোবাসা ও প্রার্থনা
বর্তমানে তার ভক্ত-অনুরাগীরা মিমির সুস্থতা কামনা করছেন। তারা চাইছেন, মিমি যেন শিগগির পুরোপুরি সুস্থ হয়ে আবারও আগের মতোই উজ্জ্বলতায় ভরে ওঠেন পর্দায়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.