বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই ভারতের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের মৃত্যু হয়। সেই মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। বুধবার (১৪ আগস্ট) রাতে রাজপথে নেমে পড়েন সব বয়সী নারীরা। সঙ্গে অবশ্য অনেক পুরুষও ছিলেন।
এ ঘটনায় পশ্চিমবঙ্গের কলেজস্ট্রিট, অ্যাকাডেমি, যাদবপুর নয়, পুরো রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছিল মেয়েদের ‘রাত দখল’র অভিযান। কর্মসূচিতে অন্যসব নারীদের মধ্যে উপস্থিত ছিলেন টালিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রী মিমি চক্রবর্তী।
এদিকে মেয়েদের ‘রাত দখল’র অভিযানের পরদিন ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। আর মহান এই দিবসেই বিস্ফোরক প্রশ্ন তুললেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমরা কি সত্যিই স্বাধীন?’
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায় ‘স্বাধীনতা’ শব্দকেই রাজনৈতিক বলে মনে করেন। এ ব্যাপারে ফেসবুকে তিনি লিখেছেন, ‘কেউ লড়াই করে স্বাধীনতা অর্জন করে। কেউ ক্ষমতাবলে স্বাধীনতা হরণ করে। কেউ নিজের স্বাধীনতা বিকিয়ে সুখ-সমৃদ্ধি কেনে। সবকটাই রাজনৈতিক প্রক্রিয়া। প্রশ্ন হল, আপনি কাদের স্বাধীনতার পক্ষে?’
প্রসঙ্গত, ‘রাত দখল’র অভিযানে অভিনেতা পরমবত চ্যাটার্জি ও পিয়া চক্রবর্তীও যোগ দিয়েছিলেন। আর জি করের পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় অভিনেতা জানান, কী জন্য ভাঙচুর তা এখনো জানেন না তিনি। এ নিয়ে এখন মন্তব্য করতে চান না। তবে কর্মস্থলে নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় পুলিশ প্রশাসনকে এগিয়ে আসতে হবে বলে দাবি তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।